শহীদ হাদি হত্যার বিচার দাবিতে চট্টগ্রামে অবরোধ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচার দাবিতে অবরোধ কর্মসূচী চলছে চট্টগ্রামেও। রবিবার (২৮ ডিসেম্বর) দুপুর ২টা থেকে নগরীর শাহ আমানত ব্রিজ এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেছে ইনকিলাব মঞ্চের কর্মীরা। তাদের সাথে যোগ দিয়েছে ছাত্র-জনতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অবরোধ কর্মসূচির ফলে গুরুত্বপূর্ণ এ সড়কটিতে তৈরী হয়েছে তীব্র যানযট। হাদি হত্যাকাণ্ডের ১০ দিন পার হয়ে গেলেও খুনীদের গ্রেফতারে সরকারের নির্লিপ্ততায় ক্ষোভ প্রকাশ করেন তারা।
ইনকিলাব মঞ্চের চট্টগ্রামের কর্মীরা বলেন, সরকারের উদাসীনতার কারনে হাদীর হত্যাকারীরা ভারতে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। দেশের গোয়েন্দা সংস্থা, আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তারা। ওসমান হাদী হত্যার বিচারের আগে এদেশে কোনো নির্বাচন হবে না বলেও হুশিয়ার করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।
তারা বলেন, ইনসাফ প্রতিষ্ঠার এই লড়াই চলবে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ও হাদী হত্যার বিচার নিশ্চিত না করে শহীদ হাদীর সহযোদ্ধারা ঘরে ফিরে যাবেনা বলেও সাফ জানিয়ে দেয়া হয় অবরোধ ও বিক্ষোভ কর্মসূচী থেকে।
বিভি/এজেড




মন্তব্য করুন: