• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

পাহাড়ে শান্তি ও উন্নয়নে আন্তরিক প্রধানমন্ত্রী: বীর বাহাদুর উশৈসিং

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫৯, ২৪ নভেম্বর ২০২২

ফন্ট সাইজ
পাহাড়ে শান্তি ও উন্নয়নে আন্তরিক প্রধানমন্ত্রী: বীর বাহাদুর উশৈসিং

পাার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাহাড়ের শান্তি ও উন্নয়নে আন্তরিক। প্রধানমন্ত্রী পার্বত্যবাসীদের ভালোবাসেন বলেই খাগড়াছড়ি জেলায় গত ৭ নভেম্বর ১৮৪ কোটি টাকা ব্যয়ে ৪২টি সেতু ও সড়কের উদ্বোধন করেছেন।

তিনি বলেন, পাহাড়ের মানুষ শান্তিপ্রিয়। কোন দুষ্ট মানুষকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া হবে না। যারা শান্তি ও সম্প্রীতি বিশ্বাস করে তাদের নিয়ে কাজ করতে হবে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলার জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। 

মন্ত্রী সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন সরকারি সেবা জনগণের দৌরগোড়ায় পৌঁছে দিতে হবে। সরকারি অর্থ বরাদ্দ যথাযথ ব্যবহার করতে হবে।পাহাড়ের প্রতি ইঞ্চি জায়গাকে কাজে লাগাতে হবে। কৃষি উৎপাদন বাড়াতে হবে।

পার্বত্য জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদের সম্মেলন কক্ষে পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, সংরক্ষিত মহিলা আসনের এমপি বাসন্তী চাকমা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সত্যেন্দ্র কুমার সরকার, যুগ্ম-সচিব মো. হুজুর আলী, খাগড়াছড়ি পুলিশ সুপার মো. নাইমুল হক, খাগড়াছড়ি জেলা অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

বক্তব্য রাখেন, পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া,  পার্বত্য জেলা পরিষদের সদস্য এডভোকেট আশুতোষ চাকমা, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান  মো:শানে আলম,  খাগড়াছড়ি জেলা সিভিল সার্জন মোহাম্মদ ছাবের, খাগড়াছড়ি জনস্বাস্থ্য প্রকৌশলী রেবেকা আহসান, খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কিশোর কুমার মজুমদার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো:সাহাব উদ্দিন, জেলা মৎস্য কর্মকর্তা ড.মঈন উদ্দিন আহমেদ প্রমূখ।

অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা, পার্বত্য জেলা পরিষদের সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম খাগড়াছড়ি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী তৃপ্তিশংকর, পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড খাগড়াছড়ি জেলার নির্বাহী প্রক্যেশলী মো. মজিবুল আলম, খাগড়াছড়ি বিভাগীয় বনকর্মকর্তা মো. হুমায়ন কবিরসহ জনপ্রতিনিধি, জেলার বিভিন্ন বিভাগের পদস্থ কর্মকর্তা ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিভি/এইচএমপি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2