কক্সবাজারে ১৯১টি চোরাই মোবাইল সহ আটক ৩

কক্সবাজারে অভিযান চালিয়ে মোবাইল চোর সিন্ডিকেটের ৩ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিভিন্ন ব্রান্ডের ১৯১টি এন্ড্রয়েড মোবাইল ফোন।
চকরিয়ার একটি শপিং কমপ্লেক্সে মোবাইল ফোনের তিনটি দোকানে অভিযান চালিয়ে এসব চোরাই মোবাইল উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এতথ্য নিশ্চিত করেন সহকারী পুলিশ সুপার অলক বিশ্বাস। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা স্বীকার করে যে, তাহারা দেশের বিভিন্ন স্থান হতে চোরাই মোবাইল কারবারীদের সঙ্গে যোগসাজসে দীর্ঘদিন ধরে চোরাই মোবাইল এনে বিক্রি করে আসছিল।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এসপি।
বিভি/এনএ
মন্তব্য করুন: