• NEWS PORTAL

  • শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বেনাপোল বন্দরে প্রায় সোয়া কেজি স্বর্ণ উদ্ধার

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ১০:২৬, ২৪ জানুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
বেনাপোল বন্দরে প্রায় সোয়া কেজি স্বর্ণ উদ্ধার

ভারতে পাচারের সময় চোরাকারবারিদের ফেলে যাওয়া ১ কেজি ১৬২ গ্রাম ওজনের ১০ পিস স্বর্ণের বার জব্দ করেছে বেনাপোল বন্দর থানা পুলিশ। মঙ্গলবার (২৪ জানুয়ারি) গভীর রাতে পরিত্যক্ত অবস্থায় স্বর্ণের বেনাপোলের সাদিপুর সীমান্ত থেকে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়। যার মূল্য প্রায় ১ কোটি টাকা।

এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি পুলিশ। সীমান্তের চেকপোস্ট সাদিপুর সড়কের ব্রিজের পাশ থেকে স্বর্ণের বারগুলো সাদা স্কসটেপে মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয়।

বেনাপোল বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন ভূইয়া জানান, বেনাপোলের সাদিপুর সীমান্ত দিয়ে স্বর্ণের চালান পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে পুলিশের একটি দল সীমান্তের চেকপোস্টে সাদিপুর সড়কের ব্রিজের পাশে এক ব্যক্তিকে ধাওয়া করে। পুলিশের ধাওয়া খেয়ে সে একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়। সেই প্যাকেটর মধ্যে ছিল স্বর্ণের বরগুলো।

উদ্ধার স্বর্ণ বাংলাদেশ ব্যাংকের ট্রেজারি শাখায় জমা দেওয়া হবে বলে জানান ওসি।
 

বিভি/এনএ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2