• NEWS PORTAL

  • শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

জমে উঠেছে খুলনা সিটি নির্বাচন: বাকযুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা

প্রকাশিত: ১৪:২৭, ২৯ মে ২০২৩

আপডেট: ১৪:২৭, ২৯ মে ২০২৩

ফন্ট সাইজ
জমে উঠেছে খুলনা সিটি নির্বাচন: বাকযুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা

জমে উঠতে শুরু করেছে খুলনা সিটি নির্বাচনের প্রচারণা। বাকযুদ্ধে নেমেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। নৌকার প্রার্থীর বিরুদ্ধে প্রচারণায় বাধা দেয়ার অভিযোগ জাতীয় পার্টির প্রার্থীর। আর আওয়ামী লীগের প্রার্থী বলছেন,  ১৭'শ ৩২ টি বুথে জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থীদের এজেন্ট দেয়ারই ক্ষমতা নেই।

খুলনা মহানগরীর বান্দাবাজার এলাকা থেকে সোমবার (২৯ মে) দিনের প্রচারণা শুরু করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক। এসময় তার বিরুদ্ধে ওঠা প্রচারণায় বাধা দেয়ার অভিযোগের জবাব দেন তিনি।  

খুলনা রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী মো. শফিকুল ইসলাম মধু। অভিযোগ করেন এখনই ভয়-ভীতি দেখানো হচ্ছে যাতে কেউ ভোট দিতে না যায়।

এদিকে, শান্তিপূর্ণ ভোট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে ভোটারদের মাঝে।

১২ জুন নগরীর ২৮৯ টি ভোটকেন্দ্রে ৫ লাখ ৩৫ হাজার ভোটার ইভিএমে ভোট দেবেন।

বিভি/রিসি

মন্তব্য করুন: