• NEWS PORTAL

  • বুধবার, ৩০ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

প্রতিটি নিঃশেষিত পরিবারের কষ্ট আমার নিজের বলেই মনে হচ্ছে: সাকিব

প্রকাশিত: ২০:২৮, ২১ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
প্রতিটি নিঃশেষিত পরিবারের কষ্ট আমার নিজের বলেই মনে হচ্ছে: সাকিব

রাজধানীর উত্তরায় দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুলে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। আহত ও দগ্ধ হয়েছে প্রায় দুইশ'। যাদের বেশিরভাগই শিশু শিক্ষার্থী। তাদের মধ্যে অন্তত ৭০ জনকে নেয়া হয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।

মর্মান্তিক এ দুর্ঘটনায় প্রাণ হারান বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। ঘটনায় কাল একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এ দুর্ঘটনায় কাঁদছে দেশের ক্রিকেটের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের মনও।

সোমবার (২১ জুলাই) এক স্ট্যাটাস দিয়ে সাকিব বলেছেন, আজ মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা আমাদের সবাইকে গভীরভাবে নাড়া দিয়েছে। একটি শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে ভবিষ্যতের স্বপ্নরা গড়ে ওঠে, সেটাই আজ পরিণত হয়েছে শোকস্তব্ধ এক বেদনার স্থলে। এক নিমিষে ঝরে গেছে অনেক তরুণ প্রাণ, নিভে গেছে অগণিত স্বপ্ন।

সাকিব আরও লিখেছেন, একজন বাবা হিসেবে, একজন বাংলাদেশি হিসেবে, এবং একজন মানুষ হিসেবে এই শোক, এই যন্ত্রণা আমি গভীরভাবে অনুভব করছি। প্রতিটি নিঃশেষিত পরিবারের কষ্ট আমার নিজের বলেই মনে হচ্ছে।

সর্বশেষ সাকিব লেখেন, আসুন, আমরা সবাই মিলে নিহতদের আত্মার শান্তি কামনা করি এবং আহতদের সুস্থতার জন্য প্রার্থনা করি। এই কঠিন সময়ে আমরা যেন একে অন্যের পাশে দাঁড়াই বলে মন্তব্য করেন তিনি।

বিভি/এজেড

মন্তব্য করুন: