• NEWS PORTAL

  • বুধবার, ৩০ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

উয়েফা নারী ইউরো ফুটবল

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে হারিয়ে শিরোপা জিতলো ইংল্যান্ড  

প্রকাশিত: ১২:০৮, ২৮ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে হারিয়ে শিরোপা জিতলো ইংল্যান্ড  

বিশ্বসেরাদের হারিয়ে উয়েফা নারী ইউরো ফুটবলের শিরোপা জিতলো ইল্যান্ড। ফাইনালে ইংল্যান্ড নারী দল টাইব্রেকারে ৩-১ গোলে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র ছিলো। 

সুইজারল্যান্ডের বাসেল থেকে লন্ডনের রাস্তায় লায়নেস সমর্থকদের উচ্ছাস। তবে নেই কোনো হৈ-হুল্লোর। আনন্দের আতিশয্যে ভেসে যাওয়া নেই। উৎসবের আমেজ রেস্তোরায়। সবার চোখেমুখে পরিতৃপ্তির ছাপ। আন্তর্জাতিক ফুটবলে আরো একটি সাফল্য ইংল্যান্ড নারী দলের। যেন এটাই স্বাভাবিক। ফুটবলের জনপদের দেশে ছেলেদের ফুটবলে যেখানে শিরোপা খরা সেখানে টানা দ্বিতীয়বার ইউরোর মুকুট নারীদের মাথায়।

গত আসরেরও নারী ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ড। শিরোপা ধরে রাখার শেষ ধাপে বৃটিশ সিংহীরা। স্বাভাবিকভাবে ফেভারিটের তকমা তাদেরই থাকার কথা। যদিও মাঠের চিত্র ভিন্ন। প্রতিপক্ষ যে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। দারুণ ফুটবল উপহার দিয়ে তারাও অপেক্ষায় ইউরো মুকুট জয়ের।

বল পজিশনে এগিয়ে থেকে প্রথম গোলটিও আদায় করে নেয় স্প্যানিয়ার্ড মেয়েরা। ম্যাচের ২৫ মিনিটে মারিওনা ক্যালদেন্তের গোলে লিড নেয় নারী বিশ্ব চ্যাম্পিয়ন। প্রথমার্ধ লিড ধরে রেখেই মাঠ ছাড়ে তারা। 

ম্যাচে ফিরতে মরিয়া ইংল্যান্ডকে সমতায় ফেরান অ্যালেসিয়া রুশো। ক্যালির ক্রস থেকে দারুণ হেডে স্পেনের জালে বল জড়ান ইংলিশ তারকা। 

নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিটে লিড ফিরে পেতে একের পর এক আক্রমণ স্পেনের। তবে খুঁজে পায়নি ইংল্যান্ডের জালের ঠিকানা। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। 

পেনাল্টি শ্যুট আউট যেন পুরো ম্যাচের হাইলাইটস। প্রথম শটে ইংল্যান্ডকে হতাশ করেছে স্প্যানিয়ার্ড গোলকিপার। অন্যদিকে লা ফিউরা রোজাদের লক্ষ্যভেদ। ম্যাচের আলো নিজের দিকে টেনে আনার পণ ছিলো ইংলিশ গোলিকিপার হান্নাহ হ্যাম্পটনের। স্পের পরের তিনটি শটের দুটি ফিরিয়ে দিয়েছেন হ্যাম্পটন। একটি গেছে মাঠের বাইরে। 

শেষ শটে কেলির সামনে সুযোগ আসে ২০২২ ইউরোর স্মৃতি ফিরিয়ে আনার। এই ইংলিশ সিংহী কোন ভুল করেননি। তার লক্ষ্যভেদের সাথে সাথেই গ্যালারীতে উল্লাস। মাঠে শুরু আনন্দ নৃত্য। টানা দ্বিতীয়বার নারী ইউরোর শিরোপা গেলো ইংল্যান্ডের ঘরে। 
 

বিভি/এসজি

মন্তব্য করুন: