• NEWS PORTAL

  • বুধবার, ৩০ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

মারধর-হুমকির অভিযোগে তাসকিনের বিরুদ্ধে জিডি

প্রকাশিত: ১৭:৫৪, ২৮ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
মারধর-হুমকির অভিযোগে তাসকিনের বিরুদ্ধে জিডি

জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় রবিবার (২৭ জুলাই) মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সিফাতুর রহমান সৌরভ নামের এক ব্যক্তি। জানা যায়, মিরপুর-১ এ ঘটে এই মারধরের ঘটনা। যদিও মারধরের ঘটনা অস্বীকার করেছেন তাসকিন আহমেদ।

অভিযোগে বলা হয়, তাসকিন ফোন করে সৌরভকে ডেকে নেন এবং সেখানে তাকে শারীরিকভাবে আক্রমণ করেন। কিল-ঘুষি মেরে জখম করার পাশাপাশি ভয়ভীতি ও হুমকিও দেন তাসকিন। থানা সূত্রে জানা গেছে, তাসকিন ও সৌরভের মধ্যে আগে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল।

অন্যদিকে গণমাধ্যমকে তাসকিন বলেছেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে পুরোটাই মিথ্যা। আমি বাসা পরিবর্তন নিয়ে ব্যস্ত। আমি ওদের মারিনি। ওরা আমার নামে মিথ্যা জিডি করে আমাকে বিব্রত করার চেষ্টা করছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এবং আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু গণমাধ্যমকে বলেন, ‘মিডিয়াতে সকালে বিষয়টি দেখলাম। আমিনুল ইসলাম বুলবুল ও ফাহিম ভাইও বিষয়টি অবগত হয়েছেন। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। যদি ঘটনাটি সত্য হয়, তাহলে সেটা খুবই দুঃখজনক। জাতীয় দলের একজন আইকন প্লেয়ারের এমন ঘটনায় জড়ানো উচিত নয়। তদন্ত না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করা ঠিক হবে না।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: