• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন বাংলাদেশের দুই সাঁতারু 

প্রকাশিত: ১০:১৮, ৩০ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন বাংলাদেশের দুই সাঁতারু 

ছবি: সংগৃহীত

দীর্ঘ ৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন বাংলাদেশের দুই সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল। মঙ্গলবার (২৯ জুলাই) ভারতের দুই সাঁতারুর সঙ্গে রিলেতে তারা ১২ ঘণ্টা ১০ মিনিট সময় নিয়ে সফলভাবে চ্যানেল পাড়ি দেন। 

ইংলিশ চ্যানেল হলো আটলান্টিক মহাসাগরের একটি অংশ। যা যুক্তরাজ্য এবং ফ্রান্সকে পৃথক করেছে। চ্যানেলটি প্রায় ২১ মাইল দীর্ঘ। এই চ্যানেল পাড়ি দেওয়া যে কোনো সাঁতারুর জন্যই স্বপ্ন। তবে সাঁতারের জন্য স্লট পাওয়া যায় না। কখনও এটা সাঁতারুদের জন্য হয়ে পড়ে ব্যয়বহুল। 

বাংলাদেশি দুই সাঁতারু পাবনার সাগর এবং চীনা প্রবাসী কিশোরগঞ্জের হিমেল ৭ জুলাই যুক্তরাজ্যে যাওয়ার পর অপেক্ষায় থাকতে হয়েছে তাদের। আবহাওয়া প্রতিকূল থাকায় স্লট পাচ্ছিলেন না। চ্যানেলে জেলি ফিশ আছে। পানির তাপমাত্রা থাকে ১৫ থেকে ১৯ ডিগ্রি। আবহাওয়া খারাপ থাকলে তো আরো সমস্যা। শেষ পর্যন্ত সফলভাবে চ্যানেল পাড়ি দিয়েছেন বাংলাদেশের দুই সাঁতারু। 

এশিয়ার প্রথম সাঁতারু হিসেবে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিলেন ব্রজেন দাস। বাংলাদেশের এই সাঁতারু ১৯৫৮ থেকে ১৯৬১ সাল সময়ের মধ্যে ছয়বার এই চ্যানেল পাড়ি দিয়েছিলেন। এর মধ্যে সবচেয়ে কম সময় চ্যানেল পাড়ি দেওয়ার রেকর্ডও আছে তার। এরপর ১৯৬৫ সালে আবদুল মালেক এবং সবশেষ ১৯৮৭ সালে মোশারফ হোসেন ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিলেন। 

বিভি/এসজি

মন্তব্য করুন: