১৫ সেপ্টেম্বর থেকে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু

ছবি: সংগৃহীত
সব কিছু ঠিক থাকলে ১৫ সেপ্টেম্বর থেকে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে শুরু হবে ঘরোয়া ক্রিকেট মৌসুম। এবার ৮টি দল নিয়ে তিনটি ভেন্যুতে হবে এই আয়োজন।
টি-টোয়েন্টি ক্রিকেটে সক্ষমতা বাড়ানো এবং বিপিএল এ খেলার সুযোগ না পাওয়া ক্রিকেটারদের এই ফরম্যাটে ঘরোয়া আসরে খেলার সুযোগ করে দিতেই গত বছর থেকে এনসিএল টি-টোয়েন্টি আয়োজন করছে বিসিবি।
সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও তার নির্বাচক কমিটিই এই টুর্নামেন্ট আয়োজনে অগ্রণী ভূমিকা পালন করে। গত বছর প্রথম টুর্নামেন্ট হিসেবে দ্রুততম সময়ে শেষ করতে হয়েছে এবং একটি ভেন্যু সিলেটে সব খেলা হয়েছে।
বিসিবির চিফ কো অর্ডিনেটর অব প্রোগ্রাম নান্নু জানিয়েছেন, এনসিএল টি-টোয়েন্টিকে আরও বড় আকারে আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এবার তিনটি ভেন্যুতে হবে খেলা এবং দলের সংখ্যা থাকবে ৮টি। টুর্নামেন্টে কমিটির পক্ষে থেকে ১৫ সেপ্টেম্বর দ্বিতীয় আসর আয়োজনে বিসিবির সংশ্লিষ্ঠ সকল বিভাগকে অবগত করা হয়েছে।
গত বছরই এনসিএল টি-টোয়েন্টি আইসিসি থেকে প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট হিসেবেও স্বীকৃতি পেয়েছে। বিশ্বকাপের আগে এই টুর্নামেন্ট দেশের ক্রিকেটারদের নিজেদের তৈরি ও সামর্থ্য যাচাইয়ের ভালো সুযোগ এনে দিবে বলে মনে করছেন নান্নু।
বিভি/এআই
মন্তব্য করুন: