• NEWS PORTAL

  • বুধবার, ৩০ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই তানজিদ-তাসকিন

প্রকাশিত: ১৭:৫৮, ২২ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই তানজিদ-তাসকিন

পাকিস্তানের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। সন্ধ্যা ৬টায় মিরপুরে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে পাকিস্তান।

মিরপুরের উইকেট নিয়ে অনেক সমালোচনা। চার-ছক্কার টি-টোয়েন্টি ম্যাচে মিরপুরে রানের জন্য যুদ্ধ করতে হয় ব্যাটসম্যানদের। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচটিও হয়েছে লো স্কোরিং। তবে এর দায় বেশিরভাগই পাকিস্তানের ব্যাটসম্যানদের। কৃতিত্ব বাংলাদেশের বোলারদের। 

প্রথম ইনিংসে টাইগার বোলাররা গড়েছেন তিনটি রেকর্ড। প্রথম ম্যাচে মাত্র ১১০ রানে অল আউট হয়েছে পাকিস্তান।  আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশ এক ম্যাচে এর চেয়ে বেশি রান আউট করেনি এর আগে। দ্বিতীয় ম্যাচে জয় পেলে সিরিজ নিশ্চিত হবে বাংলাদেশের। 

বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তন: তানজিদ তামিম ও তাসকিন আহমেদের জায়গায় এসেছেন শরিফুল ইসলাম ও নাইম শেখ।

বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন ইমন, নাইম শেখ, লিটন দাস (অধিনায়ক ও উইকে), তৌহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, মাহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান, শরিফুল রহমান ও মুস্তাফিজুর রহমান।

পাকিস্তান দলেও একটি পরিবর্তন: আবরার আহমেদের স্থলাভিষিক্ত হচ্ছেন আহমেদ দানিয়াল।

পাকিস্তান একাদশ: ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), হাসান নওয়াজ, সালমান আগা (অধিনায়ক), মোহাম্মদ নওয়াজ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা ও আহমেদ দানিয়াল।

বিভি/এজেড

মন্তব্য করুন: