• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

ক্রিকেটে নতুন ইতিহাস, ১ ওভারে ৭ ছক্কা হাঁকিয়ে রেকর্ড

প্রকাশিত: ১৬:৪৩, ২৮ নভেম্বর ২০২২

ফন্ট সাইজ
ক্রিকেটে নতুন ইতিহাস, ১ ওভারে ৭ ছক্কা হাঁকিয়ে রেকর্ড

ছয় বলে এক ওভার হয় এটা সবার জানা। ছয় বলে ছয়টি ছক্কা হাঁকিয়ে রেকর্ডবুকে নাম লিখিয়েছেন অনেক ক্রিকেটার। যুবরাজ সিং কিংবা হার্শেল গিবসরা বিখ্যাত হয়ে আছেন এই কীর্তি গড়ে। কিন্তু এক ওভারের ৭ ছক্কা মারা বিরল কীর্তি গড়েছেন ভারতের ঋতুরাজ গায়কোয়াড়। 

ভারতের ঘরোয়া বিজয় হাজারে ট্রফিতে তিনি এই কীর্তি গড়েছেন ঋতু। এতদিন ভারতীয়দের মধ্যে ৬ বলে ৬ ছক্কার নজির ছিল রবি শাস্ত্রী এবং যুবরাজ সিংয়ের। এই দুজনকেও ছাপিয়ে গেলেন ঋতুরাজ।

ঘটনাটি বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার ফাইনালে। উত্তরপ্রদেশের বিরুদ্ধে ঋতুরাজ খেলেন ১৫৯ বলে ২২০ রানের বিধ্বংসী ইনিংস। আগ্রাসী ইনিংসটি খেলার পথে হাঁকিয়েছেন ১০টি চার এবং ১৬টি ছক্কা। তার মধ্যে বাঁহাতি স্পিনার শিবা সিংয়ের করা ৪৯তম ওভারে ৭ ছক্কা মেরে তাক লাগিয়ে দেন।

সেই ওভারের প্রথম চার বলে ছক্কা হাঁকানোর পর পঞ্চম বলটি নো করেন শিবা। পরের বলটি ফ্রি-হিটের সুযোগ কাজে লাগিয়ে আবারও ছক্কা। পর পর সাত বলে ৭টি ছয় মেরে লিস্ট এ ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়লেন মহেন্দ্র সিং ধোনির আইপিএলের সতীর্থ। 

শুধু লিস্ট এ নয়, বিশ্ব ক্রিকেটে এক ওভারে ৭টি ছক্কা মারার ঘটনা এই প্রথম ঘটল। ঘরোয়া এবং আন্তর্জাতিক মিলিয়ে ছয় বলে ছয় ছক্কা মারার বেশ কয়েকটি ঘটনা আছে। ভারতের রবি শাস্ত্রী ছয় ছক্কা মেরেছেন ঘরোয়াতে। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2