• NEWS PORTAL

  • শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বৃষ্টি বাধায় বন্ধ খেলা, ওভার কমলে পাকিস্তানের টার্গেট কত হবে?

প্রকাশিত: ২১:৪৪, ২ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
বৃষ্টি বাধায় বন্ধ খেলা, ওভার কমলে পাকিস্তানের টার্গেট কত হবে?

হার্দিক পান্ডিয়ার জুতার ফিতা বেঁধে দিচ্ছেন শাদাব খান। (ছবি- ক্রিকইনফো)

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচ জিতে সুপার ফোর প্রায় নিশ্চিত করে আছে পাকিস্তান। নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছে বাবর আজমরা। এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে সেভাবে ঝড় তুলতে পারেনি ভারত। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সামনে ২৬৬ রানেই গুটিয়ে গেছে রোহিত শর্মারা। 

২৬৭ রান করলেই ভারতকে হারাতে পারবে বাবর আজমরা। এমন টার্গেট সামনে রেখে বৃষ্টি বাধার সম্মুখীন ফখর-ইমামরা। অনেকক্ষণ খেলা বন্ধ থাকায় দর্শকদের মনে প্রশ্ন, ওভার কী কমানো হবে? ওভার কমলে পাকিস্তানের সামনে কত টার্গেট দাঁড়াবে?

ইএসপিএন ক্রিকইনফো বলছে, যদি ৫ ওভার কমিয়ে ৪৫ ওভার খেলা হলে পাকিস্তানকে করতে হবে ২৫৪ রান। ম্যাচ ৪০ ওভারে নামলে লক্ষ্য ২৩৯ রান। ম্যাচ যদি ৩০ ওভারে নামে তাহলে লক্ষ্য দাঁড়াবে ২০৩ রান আর ২০ ওভারে ইনিংস শেষ হলে লক্ষ্য হবে ১৫৫ রান।

এর আগে শনিবার (২ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার পাল্লেকেলেতে টস জিতে আগে ব্যাটিং করে ভারত। ঈশান কিষান ও হার্দিক পান্ডিয়া ছাড়া ভারতের আর কারো ব্যাটে রান আসেনি। এই জুটি থেকে আসে ১৩৮ রান। পাকিস্তানের হয়ে শাহীন আফ্রিদি ৪টি এবং হারিস রউফ ও নাসিম শাহ ৩টি করে উইকেট নেন।

ইশান কিষান ৮১ বলে ৮২ এবং হার্দিক পান্ডিয়া ৯০ বলে ৮৭ রান করেন। বাকিদের মধ্যে বুমরাহ ১৬, জাদেজা ১৪, আয়ার ১৪, রোহিত ১১ এবং শুভমান ১০ রান করেন।

বিভি/এ.জেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2