শেষ প্রস্তুতি ম্যাচে অধিনায়ক শান্ত, টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। শান্তর নেতৃত্বে আজ খেলছে টাইগাররা। আগের ম্যাচে নেতৃত্বে ছিলেন মেহেদি হাসান মিরাজ। গত আসরের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে আজ মোকাবেলা করছে বাংলার টাইগারা।
টাইগার অধিনায়ক সাকিব আল হাসান আজও রয়েছেন বিশ্রামে। ইনজুরি শঙ্কা কাটিয়ে মাহমুদুল্লাহ রিয়াদও রয়েছেন একাদশে। তবে বাংলাদেশের একাদশের সাথে সাবস্টিটিউট হিসেবে আছেন সাকিব আল হাসান, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ। ব্যাট করতে না পারলেও এরা জনই বোলিংয়ের সুযোগ পাবে।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়,নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শেখ মেহেদী হাসান ও শরিফুল ইসলাম।
ইংল্যান্ড একাদশ: জস বাটলার (অধিনায়ক),জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, হ্যারি ব্রুক,লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, স্যাম কারান, ডেভিড উইলি, আদিল রশিদ ও গুস অ্যাটকিনসন।
বিভি/এজেড
মন্তব্য করুন: