বিসিবির দুর্নীতি: দিপনের অভিযোগ নাকচ সভাপতি বুলবুলের
বিসিবির দুর্নীতি নিয়ে সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দিপনের অভিযোগ নাকচ করে দিয়েছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি বলেছেন, এই অভিযোগ দিপনের ব্যক্তিগত।
বিপিএলে দুর্নীতি ও অনিয়ম নিয়ে কঠোর অবস্থানে বিসিবি। বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে সুষ্ঠু বিপিএলের প্রত্যাশা বুলবুলের। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিসিবি-বিএসপিএ মিডিয়া ওয়ার্কশপ শেষে এসব কথা বলেন তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন এর যৌথ উদ্যোগে আয়োজন করা হয় বিসিবি-বিএসপিএ পিচ টু প্রেস মিডিয়া ওয়ার্কশপ। অংশ নেন দেশের বিভিন্ন গণমাধ্যমের অর্ধশতাধিক ক্রীড়া সাংবাদিক। সকালে কর্মশালার উদ্বোধন করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। মিরপুর স্টেডিয়ামে একদিনের এই ওয়ার্কশপে ক্রিকেট সাংবাদিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যত, নর্মস ও এথিকস, ইন্টিগ্রিটি, ক্রিকেট আইন, কোড অব কন্ডাক্ট ও বিপিএলের নতুন নিয়ম, প্লেয়িং কন্ডিশনে পরিবর্তনসহ বিভিন্ন বিষয়ে সেশন পরিচালনা করেন আইসিসির সাবেক কর্মকর্তা চান্দ্রিশ নারায়ণ ও বিসিবির আম্পায়ার্স ম্যানেজার অভি আব্দুল্লাহ আল নোমান।
আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএলের আগে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিসিবি-জানান বুলবুল। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে বিপিএলের গুরুত্ব তুলে ধরেন তিনি।
গত ছয় মাসে বর্তমান বোর্ডের দুর্নীতি বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের ১৫ বছরের দুর্নীতিকেও ছাড়িয়ে গেছে- বিসিবি পরিচালক ও সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দীপনের এমন অভিযোগ নাকচ করে দেন সভাপতি বুলবুল। বলেন, আগের দুর্নীতি আর অনিয়মের কারণে এখনো ভুগতে হচ্ছে বোর্ডকে।
মিডিয়া ওয়ার্কশপ শেষে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট দেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: