• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

এশিয়ান গেমস কাবাডি: প্রথম ম্যাচে বাংলাদেশের বড় জয়

প্রকাশিত: ১৭:৪৪, ২ অক্টোবর ২০২৩

আপডেট: ১৭:৪৭, ২ অক্টোবর ২০২৩

ফন্ট সাইজ
এশিয়ান গেমস কাবাডি: প্রথম ম্যাচে বাংলাদেশের বড় জয়

ছবি: সংগৃহিত

এশিয়ান গেমস কাবাডিতে প্রথম ম্যাচেই বড় জয় পেয়েছে বাংলাদেশ। ৫২-১৭ পয়েন্টে হারিয়েছে জাপানকে। চীনের হাংঝুতে কাবাডি ইভেন্টের শুরুর দিনে হতাশ করেছে বাংলাদেশ নারী কাবাডি দল। নেপালের কাছে হেরে নষ্ট করেছে পদক জয়ের সুযোগ।

বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি। এশিয়ান গেমসে কাবাডিতে পদক জয়ের গৌরবজ্জল কৃতিত্ব আছে লাল সবুজের রেইডারদের।এশিয়াডে ছেলেদের ক্রিকেটে স্বর্ণ জয় সেরা সাফল্য। তবে সবচেয়ে বেশি পদক এসেছে ছেলেদের কাবাডি থেকে। তিনটি রুপা ও দুটি ব্রোঞ্জ জয় তাদের। সর্বশেষ ২০০৬ এশিয়ান গেমসে পদক জয়ের পর ২০১০, ২০১৪ ও ২০১৮ সালে ছেলেদের কাবাডিতে ফিরতে হয়েছিল শূন্য হাতে। সেই আক্ষেপ দুর করতে এবার পদক জয়ের লক্ষ্য তুহিন তরফদারদের। 

১৯ তম এশিয়ান গেমসের গেমসের কাবাডি ইভেন্টে গ্রুপ'এ- তে আছে বাংলাদেশ, জাপান, ভারত, থাইল্যান্ড ও চাইনিজ তাইপে। বি'গ্রপে খেলছে ইরান, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া প্রথম দিনে জিয়াওশান গুয়ালি স্পোর্টস সেন্টার কোর্টে জাপানের বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ। প্রায় প্রতিটি রেইডে পয়েন্ট নিতে থাকে তুহিন, মিজানরা। ৪টি লোনা সহ প্রথমার্ধে এগিয়ে থাকে ২৫-০৫ পয়েন্টে।

দ্বিতীয়ার্ধে কিছুটা লড়াইয়ের চেষ্টা করে জাপান। অর্জন ১২ পয়েন্ট। তবে নৈপুন্যের ঝলকে এই অর্ধেও দাপট দেখায় লাল সবুজের দল। ৪টি লোনাসহ পায় ২৭ পয়েন্ট। 

নির্ধারিত সময়ে ৫২-১৭ পয়েন্টের বড় জয়ে ম্যাচ জিতে নেয় তুহিন তরফদারের দল। অর্জন করে পুর্ণ দুই পয়েন্ট। এই জয়ে আত্মবিশ্বাস বাড়লো বাংলাদেশের। তাদের পরের ম্যাচ শক্তিশালি ভারতের বিপক্ষে। ছেলেদের জয়ের দিনে হতাশ করেছে নারী কাবাডি দল। ৩৭-২৪ পয়েন্টে হেরে যায় নেপালের কাছে। 

বিভি/এমআর

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2