ইংলিশ লিগ কাপের সেমিফাইনালে আর্সেনাল
ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে ইংলিশ লিগ কাপের সেমিফাইনালে উঠেছে আর্সেনাল। আসরের শেষ কোয়ার্টার ফাইনালে ঘরের মাঠে জয় তাদের টাইব্রেকারে। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র ছিলো। দুই লেগের সেমিতে চেলসির বিপক্ষে লড়বে মিকেল আর্তেতার দল।
ইংলিশ প্রিমিয়ার লিগে সবশেষ ম্যাচে এভারটনের মাঠে ১-০ গোলে জয় পায় আর্সেনাল। তাতে ১৭ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটিকে দুই পয়েন্ট পেছনে ফেলে টেবিলের শীর্ষে ফেরে মিকেল আর্তেতার দল।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে লিগ কাপের কোয়ার্টার ফাইনালে ক্রিস্টাল প্যালেসকে প্রতিপক্ষ পায় গানাররা। ম্যাচে আধিপত্য নিয়েও প্রথমার্ধে গোল পায়নি স্বাগতিকরা। অবশেষে ৮০ মিনিটে প্রতিপক্ষের ফরাসি সেন্টার-ব্যাক মাক্সেন্স লাকরোয়িক্সোর আত্মঘাতি গোলে এগিয়ে যায় আর্সেনাল।
যোগ করা সময়ের পঞ্চম মিনিটে প্যালেসের আইভরি কোস্ট সেন্টার ব্যাক মার্ক গুয়েহি গোল শোধ দিয়ে টাইব্রেকারে নিয়ে যান ম্যাচের ভাগ্য। সেখানেও হয় হাড্ডাহাডড্ডি লড়াই।
নির্ধারিত পাঁচটি করে শুটআইটে দুই দলই শতভাগ সাফল্য পায়। এরপর সাডেন ডেথ-এ দুটি করে শট ঠিকানা খুঁজে পাওয়ার পর তৃতীয়টিতে লড়াইয়ের মীমাংসা হয়।
আর্সেনাল গোলরক্ষক কেপা আরিজাবালাগা প্রতিপক্ষের ম্যাকসেন্স লাকরোয়িক্সের শট ফিরিয়ে জয়ের স্বস্তিতে ভাসান স্বাগতিক শিবির।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: