• NEWS PORTAL

  • সোমবার, ০৭ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বিশ্বকাপ ক্রিকেটে সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া

প্রকাশিত: ১৪:৩৯, ৩ অক্টোবর ২০২৩

ফন্ট সাইজ
বিশ্বকাপ ক্রিকেটে সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া

ওয়ানডে বিশ্বকাপে গত ১২টি আসরে সবচেয়ে বেশি ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। দু'বার করে চ্যাম্পিয়ন হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও ভারত। পাকিস্তান, শ্রীলংকা ও ক্রিকেটের জনক ইংল্যান্ড এই সোনার ট্রফি জয় করেছে একবার করে। 

বিশ্বকাপ ক্রিকেটে সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া। শুধু ৫বার বিশ্বকাপে শ্রেষ্ঠত্ব নয়, ১৯৯৯ থেকে ২০০৭-টানা তিনবার চ্যাম্পিয়ন হয়ে, কাপ জয়ের দূর্লভ হ্যাটট্রিকও করেছে অজিরা। ইয়ান চ্যাপেল, গ্রেগ চ্যাপেল, ডেনিল লিলিরা যা পারেননি; দেশকে সেই সাফল্য উপহার দিয়েছেন অ্যালেন বোর্ডার। ১৯৮৭ সালে তারুণ নির্ভর এক দল নিয়ে ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে উপমহাদেশে প্রথম বিশ্বকাপ ট্রফি উচিয়ে ধরেন দ্য গ্রেট এবি।    

এরপর স্টিভ ওয়ার'র হাত ধরে ১৯৯৯' সালে ফাইনালে ইংল্যান্ড জয়, রিকি পন্টিং এর নেতৃত্বে ২০০৩ ও ২০০৭ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে; টানা তিনটি ফাইনালে উপমহাদেশের তিন পরাশক্তি পাকিস্তান, ভারত ও শ্রীলংকাকে হারিয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়নশীপ অর্জন; অসাধারণ সাফল্য সিক্ত। সর্ব শেষ ২০১৫ সালে মাইকেল ক্ল্যার্কের নেতৃত্বে আসরের অন্যস্বাগতিক নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে পঞ্চমবার চ্যাম্পিয়ন; অস্ট্রেলীয়ান ক্রিকেটকে নিয়ে যায় অন্য উচ্চ্তায়। 

বিশ্বকাপে দ্বিতীয় সফলতম দেশ ওয়েস্ট ইন্ডিজ ও ভারত। ক্লাইভ লয়েড, স্যার ভিভ রিচাডর্স, গর্ডন গ্রিনিজ, মাইকেল হোল্ডিং, অ্যান্ডি রবাটর্স, ম্যাকলম মার্শালদের হাত ধরে ১৯৭৫ ও ৭৯; প্রথম দুই আসরেই চ্যাম্পিয়ন, বিশ্বকাপ ক্রিকেটের বিস্ময় হয়ে ওঠে ওয়েস্ট ইন্ডিজ। তাদের দাপুটে ক্রিকেটের সামেন দাড়াতেই পারছিলো না কোন দেশ। রিকি পন্টিং এর আগে প্রথম অধিনায়ক হিসেবে দুবার বিশ্বকাপ জয় করে ইতিহাস গড়েন ক্লাইভ লয়েড। 

তবে ১৯৮৩ সালে তৃতীয় আসরে ফাইনালে উঠলেও; কাপিল ডেভিলসের ভারতের কাছে জয়রথ থামে ক্যারিবিয়দের। লর্ডসের ফাইনালে ১৮৩ রানে অলআউট হলেও, ওয়েস্ট ইন্ডিজের শক্তিশালি ব্যাটিংকে ১৪০ রানে বেধে ফেলে; আন্ডারডগ থেকে বিশ্বকাপ জয়; স্মরনীয় সাফল্যে সিক্ত ভারত। ফাইনালে প্রায় ত্রিশ গজ দৌড়ে ভিভ রিচার্ডসের অসাধারণ ক্যাচটি নিয়েছিলেন কাপিল দেব, যা ছিলো ফাইনালের টার্নিং পয়েন্ট।     

ভারত তাদের দ্বিতীয় বিশ্বকাপ জয় করেছে ২৮ বছর পর ২০১১ সালে। অন্যতম স্বাগতিক দেশ হিসেবে দ্য গ্রেট শচীন টেন্ডুলকারকে শেষ বিশ্বকাপে বহু কাংখিত বিশ্বকাপ ট্রফিটি উপহার দেন মহেন্দ্র সিং ধোনির দূরন্ত ভারত। ফাইনালে সাঙ্গাকারা-জয়বর্ধনে- মুরালিধরন-ম্যালিঙ্গার শ্রীলংকাকে ৬ উইকেটে হারিয়েছে টিম ইন্ডিয়া।   

অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ-ভারত; এই তিন দেশ ছাড়া একবার করে বিশ্বকাপ জয় করেছে পাকিস্তান, শ্রীলংকা ও ইংল্যান্ড। ১৯৯২ সালে ইমরান খানের ল্যাংড়া ঘোড়া বিশ্বকাপ জয় করে পাকিস্তান ক্রিকেটকে সেরা সাফল্য উপহার দিয়েছে। ফাইনালে ইংল্যান্ডের স্বপ্ন কেড়ে নেন ইমরান, মিয়াদাদ এবং ওয়াসিম আকরামের পাকিস্তান।  

১৯৯৬ সালে উপমহাদেশে দ্বিতীয় বিশ্বকাপ আসরে শ্রেষ্ঠত্ব দেখিয়ে অর্জুনা রানাতুঙ্গার শ্রীলংকা। জয়সুরিয়া, অরবিন্দ ডি সিলভা, ভাস, মুরালিধরনকে নিয়ে দুর্দান্ত দাপটে লাহোরের ফাইনালে অস্ট্রেলিয়াকে উড়িয়ে বিশ্বকাপ জয় করে লংকানরা।

সর্বশেষ ২০১৯ আসর, চতুর্থবার ফাইনালে স্বাগতিক ইংল্যান্ড। প্রতিপক্ষ নিউজিল্যান্ড, নির্ধারিত ওভারের ম্যাচ টাই হবার পর, সুপার ওভারেও টাই, শেষ পর্যন্ত বেশি বাউন্ডার মারার সুবাদে প্রথমবার বিশ্বকাপ জয়ের অপূর্ণ স্বপ্ন পূরণ হয় ক্রিকেটের জনকদের। 

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2