• NEWS PORTAL

  • রবিবার, ০৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

রাত আড়াইটায় হাতিরঝিলে ঋতুপর্ণাদের সংবর্ধনা

প্রকাশিত: ১১:১৫, ৬ জুলাই ২০২৫

আপডেট: ১১:১৮, ৬ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
রাত আড়াইটায় হাতিরঝিলে ঋতুপর্ণাদের সংবর্ধনা

ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো এশিয়া কাপে খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। ঐতিহাসিক এই অর্জনে ঋতুপর্ণাদের অভিনব সংবর্ধনা দেবে বাফুফে। আজ রবিবার (৬ জুলাই) দিবাগত রাত আড়াইটায় রাজধানীর হাতিরঝিল এম্ফিথিয়েটারে বাফুফে সংবর্ধনার আয়োজন করছে। 

আজ মিয়ানমার সময় সন্ধ্যা ৭টায় রওনা হবে বাংলাদেশ নারী ফুটবল দল। মিয়ানমার থেকে থাইল্যান্ডে পৌঁছাবে রাত ৯টায়। থাইল্যান্ডে খানিকক্ষণ যাত্রাবিরতির পর মধ্যরাত দেড়টায় ঢাকায় পৌঁছানোর কথা বাংলাদেশ দলের। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে রাত আড়াইটায় পুরো দল হাতিরঝিলে পা রাখবে। 

বাংলাদেশ দলের অন্যতম প্রাণশক্তি ঋতুপর্ণা ও মনিকা চাকমা। তারা ভুটান লিগ খেলতে পরদিনই আবার ঢাকা ছাড়বেন। এর দুই দিন পর আরও তিন নারী ফুটবলার ভুটানের উদ্দেশে রওনা করবেন। সবমিলিয়ে পুরো দলকে একসঙ্গে সংবর্ধনা প্রদানের লক্ষ্যে আজ রাতেই আয়োজন করেছে বাফুফে। 

সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশ নারী ফুটবল দলকে দেড় কোটি টাকা প্রদানের ঘোষণা করেছিলো বাফুফে। সাত মাস পেরিয়ে গেলেও সেই প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি দেশের ফুটবলের অভিভাবক সংস্থা। তাই এশিয়া কাপ নিশ্চিত হওয়া দলের জন্য এখনই কোনো আর্থিক অঙ্ক ঘোষণা করেনি ফেডারেশন। 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2