সিঙ্গাপুরের বিপক্ষে বিশাল ব্যবধানে জিতলো বাংলাদেশ নারী ফুটবল দল

ছবি: বাংলাদেশের নারীদের গোল উদযাপন
প্রথম প্রীতি ম্যাচে সিঙ্গাপুরকে ৩-০ গোলে হারিয়েছিলো বাংলাদেশের নারীরা। আজ সোমবার (৪ ডিসেম্বর) সিরিজের দ্বিতীয় প্রীতি ম্যাচে সিঙ্গাপুরকে ৮-০ গোলে উড়িয়ে দিলো সাবিনা খাতুনের নেতৃত্বাধীন দলটি। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বিকাল ৩টায় শুরু হওয়া দ্বিতীয় প্রীতি ম্যাচে প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে ছিলো বাংলাদেশ।
খেলা শুরুর পর ১৬তম মিনিটে জাতীয় দলের ফরোয়ার্ড তহুরা খাতুন গোল করে দলকে এগিয়ে নেন। এরপর ১৮তম মিনিটে সাবিনার কর্নার থেকে বল পেয়ে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ঋতুপর্ণা চাকমা। ২৪তম মিনিটের তহুরা খাতুন নিজের দ্বিতীয় গোল করেন।
প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থাকা বাংলাদেশ নারী দল দ্বিতীয়ার্ধে করে আরও ৫টি গোল। এদিন সিঙ্গাপুরকে ৮-০ গোলে বিধ্বস্ত করে স্বাগতিক বাংলাদেশ।
উল্লেখ্য, এর আগে ২০১৭ সালের ফেব্রুয়ারিতে প্রথম সিঙ্গাপুরের মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ। জালান বেসার স্টেডিয়ামে সেই প্রীতি ম্যাচে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশ।
বিভি/এমআর
মন্তব্য করুন: