• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

রুদ্ধশ্বাস লড়াইয়ে বার্সাকে হারালো ইন্টার মিলান  

প্রকাশিত: ১১:১৯, ৭ মে ২০২৫

ফন্ট সাইজ
রুদ্ধশ্বাস লড়াইয়ে বার্সাকে হারালো ইন্টার মিলান  

এবার ৭ গোলের রুদ্ধশ্বাস লড়াইয়ে বার্সেলোনাকে হারিয়ে এক মৌসুম পরেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠলো ইন্টার মিলান। সান সিরোতে মঙ্গলবার (৬ মে) রাতে ইন্টারের জয় ৪-৩ গোলে। বার্সার মাঠে দুই জায়ান্টের রোমাঞ্চকর প্রথম লেগ সেমিফাইনাল ৩-৩'এ ড্র হয়েছিলো। 

মিলানের সান সিরোতে ইন্টারের বিপক্ষে বল দখল ও আক্রমণে আধিপত্য নিয়েই খেলা শুরু করে বার্সা। কিন্তু গত সপ্তাহে বার্সার অলিম্পিক স্টেডিয়ামে ৩-৩ সমতায় শেষ হওয়া প্রথম লেগের মতো এখানেও প্রথমে গোল করে ইন্টার। ২১ মিনিটে গোলদাতা লাউতারো মার্তিনেস। 

খেলায় ফিরতে মরিয়া বার্সার সব প্রচেষ্টা রুখে দিয়ে ৪৫ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ায় সিমোনে ইনজাঘির দল। পাউ কুবার্সির ফাউল থেকে পাওয়া পেনাল্টিতে সফল স্পট কিক নেন হাকান কালহানোগলু। 

দ্বিতীয়ার্ধে ছয় মিনিটের মধ্যে দুই গোলই শোধ দেয় হ্যান্সি ফ্লিকের দল। ৫৪ মিনিটে এরিক গার্সিয়া, ৬০ মিনিটে দানি ওলমো গোল করেন। ৮৭ মিনিটে রাফিনিয়ার গোলে উল্লাসে মাতে বার্সা শিবির। কিন্তু পাঁচ মিনিট যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ইন্টারের ফ্রান্সেস্কো আচার্বি গোল করে অতিরিক্ত সময়ে টেনে নেন ম্যাচ। সেখানে ৯৯ মিনিটে দাভিদে ফ্রাত্তেসি বার্সার জাল খুঁজে নিলে রোমাঞ্চর ম্যাচে আর ফেরা হয়নি কাতালান জায়ান্টদের। প্রথম লেগে ৩-২ গোলে পিছিয়ে পড়ে ইন্টারের আত্মঘাতী গোলে সমতায় ফিরেছিলো বার্সা।

বিভি/এসজি

মন্তব্য করুন: