ব্যাটিং ব্যর্থতায় প্রথম ইনিংসে মামুলি সংগ্রহে অলআউট বাংলাদেশ

ছবি: সংগৃহিত
ব্যাটিং ব্যর্থতায় সিরিজের দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ১৭২ রানে অলআউট বাংলাদেশ। জবাবে ব্যাটিংয়ে নেমে স্বাগতিক স্পিন ঘুর্ণিতে চাপে পড়েছে নিউজিল্যান্ডও। মিরপুর স্টেডিয়ামে শেষ খবর পর্যন্ত তাদের সংগ্রহ ৫ উইকেটে ৫১ রান।
ঘূর্নিঝড় 'মিগজাউমের' প্রভাবে বুধবার (৬ ডিসেম্বর) সকাল থেকেই মিরপুরের আকাশ ছিলো মেঘাচ্ছন্ন। জয় ও জাকির উদ্বোধনী জুটিতে ২৯ রান যোগ করেন। মিরপুরের স্লো ও লো বাউন্সি উইকেটে এরপরই বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। দুই বাঁ-হাতি স্পিনার স্যান্টনার ও প্যাটেলের বলে ওপেনারদের সাথে মুমিনুল ও অধিনায়ক শান্তও সাজঘরে ফেরেন। ৪৭ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। শাহাদাতকে নিয়ে দলের হাল ধরেন অভিজ্ঞ মুশফিক। স্কোরবোর্ডে ১০৪ রান ওঠার পর অমার্জনীয় ভুল করেন মুশফিক। কাইল জেমিসনের ডেলিভারি ডিফেন্স করেন তিনি। কিন্তু বল পপিং ক্রিজে ড্রপ করে ডান দিকে সরে যাওয়ার মুহুর্তে হাত দিয়ে তা আরও ঠেলে দেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। তখন জেমিসনের আবেদনে টিভি রিপ্লে দেখে মুশফিককে 'অবসট্রাক্টিং দ্যা ফিল্ড' আউট দেন থার্ড আম্পায়ার।
বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে এমন আউট হন ৩৫ রানে থাকা মুশফিক। শাহাদাত ৩১ ও মিরাজ ২০ করেন।মিরপুরের রহস্যময় উইকেটে জবাব দিতে নেমে তাইজুল ও মিরাজের স্পিনে চাপে পড়ে নিউজিল্যান্ডও। ৪৬ রানে হারায় ৫ উইকেট।
বিভি/এমআর
মন্তব্য করুন: