• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ম্যাচ জেতানো ইনিংস খেলা তাইজুল ও শান্ত পেলেন সুসংবাদ

প্রকাশিত: ১৯:১৭, ৬ ডিসেম্বর ২০২৩

ফন্ট সাইজ
ম্যাচ জেতানো ইনিংস খেলা তাইজুল ও শান্ত পেলেন সুসংবাদ

প্রথমবারের মত ঘরের মাঠে নিউজিল্যান্ডদের বিপক্ষে টেস্ট জয় পেয়েছে টাইগাররা। সিলেটে সেই জয়ের নায়ক তাইজুল ইসলাম। বাঁহাতি এই স্পিনার দ্বিতীয় ইনিংসে ৬টি ও প্রথম ইনিংসে ৪টি উইকেট শিকার করেন। কিউইদের সাথে প্রথম টেস্টে ১০ উইকেট নিয়ে বাংলাদেশকে জয় পাইয়ে দেন তাইজুল। সেই সঙ্গে নাজমুল হাসান শান্তর সেঞ্চুরিও ভালো ভূমিকা রেখেছিল।

ম্যাচ জেতানো এই ব্যাটার ও বোলারকে সুসংবাদ দিয়েছে আইসিসি। র‍্যাঙ্কিংয়ে টেস্টে বোলারদের মধ্যে ৮ ধাপ এগিয়েছেন তাইজুল। বর্তমানে তার রেটিং পয়েন্ট ৭০৮। আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ার-সেরা অবস্থানে উঠে এসেছেন বাঁহাতি এই স্পিনার।

কিউইদের বিপক্ষে প্রথম ম্যাচে ১০ উইকেট নিয়ে ২২ থেকে ১৪ নম্বরে উঠে এসেছেন তাইজুল। টেস্টে এটিই তার ক্যারিয়ার-সেরা র‍্যাঙ্কিং। বাংলাদেশের ইতিহাসে বোলারদের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি রেটিং এটি। 

২০১৭ সালের আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের সময় সাকিব আল হাসানের বোলিং রেটিং পয়েন্ট উঠেছিল ৭০৫-এ।

প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ১০৫ রান করা শান্ত এগিয়েছেন ১৩ ধাপ। ক্যারিয়ার-সেরা র‍্যাঙ্কিংয়ে উঠেছেন বিশ্বকাপে খারাপ খেলা এই ব্যাটার। টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে নাজমুলের অবস্থান এখন ৪২ নম্বরে, যেটি তাঁরও ক্যারিয়ার-সেরা। একই সাথে মুশফিকুর রহিম এগিয়েছেন ৪ ধাপ।

বিভি/এজেড

মন্তব্য করুন: