• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মিরপুরে মুশফিকের অবাক কাণ্ড, মিরাজ বললেন ‘অনিচ্ছাকৃত ভুল’

প্রকাশিত: ২০:৫৬, ৬ ডিসেম্বর ২০২৩

আপডেট: ২১:০৮, ৬ ডিসেম্বর ২০২৩

ফন্ট সাইজ
মিরপুরে মুশফিকের অবাক কাণ্ড, মিরাজ বললেন ‘অনিচ্ছাকৃত ভুল’

ফাইল ছবি

হাত দিয়ে বল সরিয়ে ঢাকা টেস্টে অদ্ভুত ঘটনা ঘটিয়েছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ‘হ্যান্ডেলড দ্য বল টোয়াইসের’ জন্য ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউট হন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। ব্যাক অব মাইন্ডে খেলার ফ্লোতে এমন কাণ্ড করেছেন মুশফিক। এটি অনিচ্ছাকৃত ভুল, বলেছেন মেহেদি হাসান মিরাজ। নিউজিল্যান্ডকে দ্বিতীয় দিনে দ্রুত অলআউট করার লক্ষ্যের কথাও জানান এই অলরাউন্ডার। 

ঘূর্ণিঝড় 'মিগযাউমের' প্রভাবে সকাল থেকেই মিরপুরের আকাশ মেঘাচ্ছন্ন। শীতের আগমনিতে খানিকটা শীত শীত আমেজ। হোম অব ক্রিকেটে সাদা পোশাকে টাইগারদের বিপক্ষে কিউইদের লড়াই। মাত্র ৪৭ রানে ৪ উইকেট হারানো দলকে নিয়ন্ত্রণে আনতে শাহাদাতের সাথে মুশফিকের লড়াই। 

বিষন্ন দর্শকদের চোখে মুখেও হাসির ঝিলিক। লাঞ্চের পর স্কোরবোর্ডে জমা ১০৪ রান। তখনই ঘটল অবাক করা এক অদ্ভুত ঘটনা। ম্যাচের ৪৪তম ওভারে ৩৫ রানে থাকা মুশফিক, স্পিনার কাইল জেমিসনের ডেলিভারি ডিফেন্স করেন। কিন্তু বল পপিং ক্রিজে ড্রপ করে ডান দিকে সরে যাওয়ার মুহূর্তে হাত দিয়ে তা আরও ঠেলে দেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। তখন জেমিসনের আবেদনে টিভি রিপ্লে দেখে ‘হ্যান্ডেলড দ্য বল টোয়াইসের’ জন্য মুশফিককে 'অবসট্রাক্টিং দ্যা ফিল্ড' আউট দেন থার্ড আম্পায়ার। 

২০১৭ সালের আগে এই আউটকে বলা হতো ‘হ্যান্ডেলড দ্য বল’। পরে একে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’-এর অন্তর্ভুক্ত করা হয়। ক্রিকেটে এটি বিরল ঘটনা। বাংলাদেশের প্রথম ও টেস্টে ১১তম ব্যাটসম্যান হিসেবে এমন আউট হন মুশফিক।  ‘হ্যান্ডলড দ্য বল’ আউট হওয়ার নজির আছে স্টিভ ওয়াহ, মাইকেল ভনের মতো ক্রিকেটারদের। প্রায় ১৭ বছর ক্রিকেট খেলা মুশফিকের কান্ডে বিস্ময়ের সৃষ্টি। এই আউটের ব্যাখ্যা দিতে কিছুটা বিব্রত মেহেদী মিরাজ।

মিরপুরের স্লো ও লো বাউন্সি উইকেটে স্পিন ঘুর্ণিতে ধুঁকেছে বাংলাদেশ। রহস্যময় উইকেটে একই বিপর্যয়ে নিউজিল্যান্ডও।  ৫৫ রানে ৫ উইকেট হারানো নিউজিল্যান্ডকে দ্বিতীয় দিনে দ্রুতই অলআউট করতে চায় স্বাগতিকরা। 

ঢাকা টেস্টে প্রথম দিনেই পড়েছে ১৫ উইকেট। মিরপুরের উইকেটে বল যেমন ঘুরছে। এতে করে এই টেস্টের ভাগ্য কী হয়, তাই এখন বড় আলোচনা। 

বিভি/টিটি

মন্তব্য করুন: