• NEWS PORTAL

  • রবিবার, ১৯ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

জিম্বাবুয়ের বিপক্ষে আজ জিতলেই সিরিজ টাইগারদের

প্রকাশিত: ১৩:১৫, ৭ মে ২০২৪

ফন্ট সাইজ
জিম্বাবুয়ের বিপক্ষে আজ জিতলেই সিরিজ টাইগারদের

ফাইল ছবি

কথায় আছে প্রতিপক্ষকে দুর্বল ভাবতে নেই। দেশের মাটিতে জিম্বাবুয়ের সঙ্গে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ চলছে বাংলাদেশে। তাতে প্রথম দুই ম্যাচে জিতেছে টাইগাররা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম দুটি ম্যাচ সন্ধ্যায় শুরু হলেও আজ (৭ মে) ডে ম্যাচ। একই ভেন্যুতে ম্যাচ শুরু হবে বেলা ৩টায়। অর্থাৎ, আজ জিতলেই শিরোপা বাংলাদেশের।

এর আগে প্রথম ম্যাচেই ৮ উইকেটে জয় পায় শান্তর দল। দ্বিতীয় ম্যাচেও ছয় উইকেটে জয়। এতো কিছুর পরও টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগ মুর্হূর্তে বাংলাদেশের খেলায় সন্তুষ্ট নন অনেকেই। কারণ, জিম্বাবুয়ের দলকে দুর্বল ভেবেও বাংলাদেশ টিমে কোথায় যেন অপূর্ণতা থেকে গেছে। আর তাই পরিপূর্ণ পারফরম্যান্সের খোঁজে বাংলাদেশ আজ তৃতীয় টি ২০ ম্যাচে মাঠে নামবে। জিতলেই দুই ম্যাচ হাতে রেখে সিরিজ জয়।

বাংলাদেশ প্রথম দুটি ম্যাচে অপরিবর্তিত দল নিয়ে খেলেছে। আজ (৭ মে) তৃতীয় ম্যাচেও হয়তো পরিবর্তনের সম্ভাবনা কম। ওপেনিং জুটির সমস্যার কিছুটা উন্নতি হলেও তা খুব বেশি হয়নি। লিটন দাস বড় স্কোর করতে পারেননি। দ্বিতীয় ম্যাচে ব্যর্থ হয়েছেন অভিষেকে তিনবার জীবন পেয়ে ৬৭* করা তানজিদ হাসান। নাজমুল হোসেন শান্ত ও জাকের আলীও দলকে আরও এগিয়ে নিতে পারেননি।

বল হাতে মোহাম্মদ সাইফউদ্দিন ও তাসকিন আহমেদের পারফরম্যান্স ভালো। শরীফুল ইসলাম অবশ্য তার চেনা ছন্দ খুঁজে পাচ্ছেন না। রিশাদ হোসেন উন্নতি করছেন।’

এদিকে ব্যাটারদের নিয়ে সহকারী কোচ নিক পোথাস গণমাধ্যমকে বলেন, ‘লিটন আমাদের অনেক কিছু দিচ্ছে। সে বিশ্বমানের ক্রিকেটার। কাজেই কোনো সন্দেহ নেই যে, সে অনেক রান করবে। আগেও করেছে। বিশ্বকাপে সে ভালো করবে। নাজমুল হোসেন শান্তও যখন রান করবে, তখন স্ট্রাইক রেট উপরে উঠতে থাকবে।’ 

চট্টগ্রামে এই ম্যাচের পর শেষ দুটি টি-টোয়েন্টি হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। শেষ দুই ম্যাচে বাঁ-হাতি পেসার মোস্তাফিজুর রহমান ও অলরাউন্ডার সাকিব আল হাসান ফিরবেন।

এদিকে চট্টগ্রামের আবহাওয়া এই হাসে তো এই কাঁদে। প্রথম দুটি ম্যাচে কয়েক দফা বৃষ্টি বাধা দিয়েছে। আজও সম্ভাবনা রয়েছে বৃষ্টির। তবে উইকেটে তাতে খুব বেশি প্রভাব পড়বে বলে মনে হচ্ছে না। উইকেটে প্রচুর রান থাকলেও দুইদলের ব্যাটাররা সেটা মাঠে এখনো সেভাবে প্রমাণ করতে পারেননি।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2