• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ দলের অফিশিয়াল ফটোসেশন অনুষ্ঠিত

প্রকাশিত: ১৫:৫০, ১৫ মে ২০২৪

ফন্ট সাইজ
বাংলাদেশ দলের অফিশিয়াল ফটোসেশন অনুষ্ঠিত

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গতকাল বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেখানে সুযোগ পাননি অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। যা নিয়ে ক্রিকেটপাড়ায় চলছে তুমুল আলোচনা, সমালোচনা। এরঅ মধ্যেই আজ বুধবার যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হচ্ছেন শান্তরা। এর আগে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনকে নিয়ে দুপুরে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপের দলের অফিসিয়াল ফটোসেশন।

যেখানে স্কোয়াডে থাকা ১৭ ক্রিকেটারের সবাই উপস্থিত ছিলেন। এছাড়াও বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন, ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস ছাড়াও বোর্ডের আরও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

বিশ্বকাপ শুরুর আগে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এই উদ্দেশ্যে আজ রাত ১টা ৪০ মিনিটে ঢাকা ত্যাগ করবে নাজমুল হোসেন শান্তর দল। 

বিশ্বকাপে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ৮ জুন শ্রীলংকার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ডালাসে। 'ডি' গ্রুপে এরপর ১০ জুন নিউ ইয়র্কে দক্ষিণ আফ্রিকাকে, ১৩ জুন ওয়েস্ট ইন্ডিজের কিংসটাউনে নেদারল্যান্ডসকে, ১৭ জুন একই ভেন্যুতে নেপালকে মোকাবিলা করবে শান্তরা। চার গ্রুপের শীর্ষে থাকা দুটি করে দল উঠবে সুপার এইটে।

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, মোহাম্মদ তানভীর ইসলাম, শেখ মেহেদি, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2