আজেন্টিনার ‘সেরা ফুটবলার’ ডি মারিয়া
আজেন্টিয়ায় ২০২৫ সালের সেরা ফুটবলারের স্বীকৃতি পেয়েছেন অ্যাঞ্জেল ডি মারিয়া। দেশটির ক্রীড়া সাংবাদিকদের ভোটে এই স্বীকৃতি দেওয়া হলো ডি মারিয়াকে। এই প্রতিযোগিতায় তিনি পেছনে ফেলে দিয়েছেন জাতীয় দলের দুই সতীর্থ লাউতারো মার্টিনেজ ও লেয়ান্দ্রো পারদেসকে।
এটি ডি মারিয়ার ক্যারিয়ারের দ্বিতীয় বার্ষিক সেরা ফুটবলারের খেতাব। এর আগে ২০১৪ সালে রিয়াল মাদ্রিদের জার্সিতে অসাধারণ পারফরম্যান্সের জন্য প্রথমবার এই সম্মান জিতেছিলেন তিনি। দীর্ঘ ১১ বছর পর একই স্বীকৃতি পাওয়া তার অদম্য মনোবল ও ধারাবাহিকতার প্রমাণ।
জাতীয় দল থেকে অবসর নিলেও ঘরোয়া ফুটবলে ডি মারিয়ার ২০২৫ সাল ছিল স্মরণীয়। শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে এবারের লিগের ১৬ ম্যাচে ৭ গোল করা ছাড়াও দলে শিরোপা এনে দেন এই আর্জেন্টাইন ফুটবলার।
উল্লেখ্য, ২০২৪ সালে আর্জেন্টিনার বর্ষসেরা ফুটবলারের খেতাব জিতেছিলেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: