• NEWS PORTAL

  • বুধবার, ০২ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ব্যাটাররা কেন ব্যর্থ হচ্ছে, প্রশ্নের উত্তর আমার কাছেও নেই: শান্ত

প্রকাশিত: ১৬:৩১, ২১ জুন ২০২৪

ফন্ট সাইজ
ব্যাটাররা কেন ব্যর্থ হচ্ছে, প্রশ্নের উত্তর আমার কাছেও নেই: শান্ত

২০২৪ টি-টোয়ন্টি বিশ্বকাপের এবারের আসরে এখন পর্যন্ত যেন ব্যর্থতার বৃত্ত থেকেই বের হতে পারছেন না বাংলাদেশের বেশিরভাগ ব্যাটার। যেটার দায় বরাবরই স্বীকার করে নিয়েছেন টাইগার দলপতি নাজমুল হোসেন শান্ত। তবে কেন ব্যাটাররা খেলতে পারছেন না বড় ইনিংস সেই উত্তর জানা নেই অধিনায়ক শান্তর। এমনটাই তিনি বলেছেন ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে। 

সেখানে অধিনায়ক শান্তকে প্রশ্ন করা হয় কেন বাংলাদেশের ব্যাটাররা বড় স্কোর করতে পারছেন না। এই প্রশ্নের জবাবে তিনি জানান, এর উত্তর তার জানা নেই।

তিনি বলেন, “কেন পারছি না, সেটা বলা মুশফিক। আমার কাছে মনে হয়, দলের সবার বড় ইনিংস খেলার সামর্থ্য আছে। অতীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় করেও দেখিয়েছে। কিন্তু বিশ্বকাপে কেন হচ্ছে না, এই প্রশ্নের উত্তর আমার কাছেও নেই। সবাইকে তার স্বাভাবিক খেলাটা খেলার স্বাধীনতাও দেওয়া হয়েছে। কিন্তু কোনোভাবেই হচ্ছে না।এখানকার কন্ডিশন একেবারেই আলাদা। আমার মতে, উইকেট খুব খুব ভালো। কিছুটা মন্থর। আমরা আগের চেয়ে ভালো ব্যাটিং করেছি ঠিকই। তবে আমাদের অন্তত ১৭০ রান করা উচিত ছিল। আমাদের এটাই মনে হয়েছে।’

সুপার এইটে অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হারের পর সেমিফাইনালের রেস থেকে অনেকটাই ছিটঁকে গেছে বাংলাদেশ। ২২ জুন ভারতের বিপক্ষে এই পর্বের দ্বিতীয় ম্যাচ খেলবে টাইগাররা।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2