ভারতের বিরুদ্ধে বোলিংয়ে বাংলাদেশ, বাদ তাসকিন

সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে ভারতের বিপক্ষে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
ভারতের বিপক্ষে ম্যাচে টাইগার একাদশে এসেছে এক পরিবর্তন। পেসার তাসকিন আহমেদের পরিবর্তে সুযোগ পেয়েছেন জাকের আলী অনিক।
বাংলাদেশের একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাশ, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান।
সুপার এইটের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। অস্ট্রেলিয়ার কাছে নিজেদের প্রথম ম্যাচে বৃষ্টি আইনে ২৮ রানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। সেমিফাইনাল খেলতে হলে রোহিত শর্মার দলের বিপক্ষে টাইগারদের জয়ের কোন বিকল্প নেই।
অবশ্য পরিসংখ্যান কথা বলছে না বাংলাদেশের হয়ে, টি-টোয়েন্টিতে ১বারের বেশি ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ। বিশ্বকাপের আসরে চারবারের দেখায় প্রতিবারেই হেরেছে টাইগাররা।
অন্যদিকে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সুপার এইটের শুরুটা বেশ ভালোভাবেই করেছে ভারত। টুর্নামেন্টে একমাত্র অপরাজিত দলও তারা।
বিভি/এজেড
মন্তব্য করুন: