মেসিদের কাছে হারের পর বরখাস্ত হয়েছেন ইকুয়েডরের কোচ

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হারের পর ইকুয়েডরের প্রধান কোচ ফেলিক্স সানচেজকে বরখাস্ত করেছে দেশটির ফুটবল ফেডারেশন। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ফুটবল ফেডারেশন (এফইএফ)। এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা ফেলিক্স এবং তার কোচিং স্টাফদের তাদের কাজ এবং পেশাদারিত্বের জন্য ধন্যবাদ জানাই। এবং তার ভবিষ্যতের সাফল্য কামনা করি।’
জানা যায়, গত বছরের মার্চে চার বছরের চুক্তিতে ইকুয়েডরের কোচের দায়িত্ব নিয়েছিলেন ফেলিক্স সানচেজ। ৪৮ বছর বয়সী এই স্প্যানিশ এর আগে কাতার জাতীয় দলের কোচের দায়িত্বেও ছিলেন। সেখানেও কাজ করেছেন ২০১৭ থেকে ২০২২ পর্যন্ত। ২০১৯ এশিয়ান কাপ জয়ের পাশাপাশি কাতারকে ২০২২ বিশ্বকাপের চূড়ান্ত পর্বেও তুলেছেন। যদিও ঘরের মাটিতে হওয়া সেই বিশ্বকাপে কাতার তেমন কিছুই করতে পারেনি। মূলত গ্রুপ পর্বে সব ম্যাচ হারার পর ফেলিক্সের সঙ্গে আর চুক্তি নবায়ন করা হয়নি।
আর্জেন্টিনার বিপক্ষে হেরে কোপা থেকে বিদায়ের পর ফেলিক্স সাংবাদিকদের বলেন, ‘আমরা গ্রুপ পর্ব থেকে নকআউটে উঠতে পেরেছি। আমরা উন্নতি করতে না পারলেও আমি খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছি। আমি মনে করি তারা কৃতিত্বের যোগ্য, এটা আমার মতামত। আমি মনে করি আমরা আরও অভিজ্ঞ দল নিয়ে ফিরে আসব। এরা খুবই তরুণ খেলোয়াড়। হয়তো ফলাফল অন্যায্য ছিল, আমাদের এই দলের খেলোয়াড়দের বিশ্বাস করতে হবে।’
বিভি/পিএইচ
মন্তব্য করুন: