ম্যান অব দ্য সিরিজের পুরস্কার নিহত সেই রিকশাওয়ালার পরিবারকে দেবেন মিরাজ
পাকিস্তানের বিপক্ষে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে কী দারুণ পারফরম্যান্সই না দেখিয়েছেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। দ্বিতীয় টেস্টে ২৬ রানে দল ৬ উইকেটে পরিণত হলে লিটন দাসের সঙ্গে গড়েন ১৬৫ রানের জুটি। বল হাতেও প্রথম ইনিংসে নিয়েছিলেন ৫ উইকেট। দ্বিতীয় টেস্টের মতো রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টেও ফিফটি করেছিলেন মিরাজ, এছাড়াও চতুর্থ ইনিংসে নিয়েছিলেন ৪ উইকেট। পুরো সিরিজে তার রান ১৫৫ আর বল হাতে শিকার ১০ উইকেট।
এরই পুরস্কার পেলেন মেহেদী হাসান মিরাজ। জিতলেন সিরিজ সেরার পুরস্কার। আর এই পুরস্কারটা তিনি উৎসর্গ করলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের, ‘‘দেশের বাইরে প্রথমবার সিরিজসেরা হয়েছি। এই মুহূর্ত কখনো ভুলব না। এটা উৎসর্গ করছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্রদের প্রতি।’’
প্রাইজমানি হিসেবে মিরাজ পেয়েছেন ৫ লাখ পাকিস্তানি রুপি। সেটা টাকাটা তিনি দিতে চাইলেন আন্দোলনে আহত হওয়ার পর মারা যাওয়া একজন রিকশাওয়ালার পরিবারকে, ‘‘সেই আন্দোলনে আহত হয়েছিলেন একজন রিকশাওয়ালা। পরে মারা যান তিনি। প্রাইজমানির টাকাটা সেই রিকশাওয়ালার পরিবারকে দিতে চাই আমি।’’
নিজের পারফর্ম্যান্স নিয়ে মিরাজ বললেন, ‘‘অলরাউন্ডার হিসেবে খেলা অনেক কঠিন, আমি শুধু স্ট্রাইক বাড়াতে চেয়েছি আর মুশি (মুশফিকুর রহিম) ও লিটন দাসের সঙ্গে ব্যাটিংটা উপভোগ করেছি। পাঁচ উইকেট পেয়ে অবশ্যই আনন্দিত, তবে এরচেয়েও ভালো করার চেষ্টা ছিল। আমি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলিনি। তাই কিছু সময় পেয়েছি আর তখন আমার প্রতি ম্যানেজমেন্টের প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি।’’
বিভি/এসি/টিটি
মন্তব্য করুন: