• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

কাউন্টি ক্রিকেটের প্রথম ম্যাচেই চমক দেখালেন সাকিব

প্রকাশিত: ১২:১৩, ১০ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ
কাউন্টি ক্রিকেটের প্রথম ম্যাচেই চমক দেখালেন সাকিব

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেই বল হাতে চমক দেখালেন সাকিব আল হাসান। সোমবার সমারসেটের বিপক্ষে চার দিনের ম্যাচের প্রথম দিনে ৪ উইকেট নিয়ে প্রতিপক্ষকে অলআউট করাতে বড় ভূমিকা রাখেন বাংলাদেশের অলরাউন্ডার। 

টনটনের দ্য কুপার অ্যাসোসিয়েটস গ্রাউন্ডে ডিভিশন ওয়ানের ম্যাচটিতে সারের বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে নেয় সমারসেট। সাকিবকে তৃতীয় বোলার হিসেবে ব্যবহার করে দারুণ সাফল্য পান সারের অধিনায়ক ররি বার্নস। 

সমারসেটের তিন উইকেটে ১৫৫ রানে প্রথম আঘাত হানেন সাকিব। তার স্পিনে বোল্ড হয়ে যান ৪৯ রান করা টম অ্যাবেল। এরপর টম ব্যান্টন সেঞ্চুরির ইনিংস খেলে দলের স্কোর তিনশ' পার করেন। তাকে ১৩২ রানে পেসার ড্যানিয়েল ওরাল ফেরানোর পর ফের জ্বলে ওঠেন সাকিব। 

একে একে তুলে নেন ক্যাসি অ্যালড্রিজ, ক্রেইগ ওভার্টন ও ব্রেট রান্ডেলের উইকেট। মাঝে ওরাল ফেরান লুইস গ্রেগরিকে। ৩১৭ রানে শেষ হয় সমারসেটের প্রথম ইনিংস। সাকিব ৩৩ ওভার পাঁচ বলে ৯৭ রান দিয়ে চার উইকেট নেন। ওরাল ৪১ রান দিয়ে তিনটি উইকেট পান। কেমার রোচ, জর্ডান ক্লার্ক ও টম কারান নেন একটি করে উইকেট। 

ভারত সফরের আগে এই একটি ম্যাচ খেলার জন্য পাকিস্তান থেকে লন্ডনে যান সাকিব। ভারতে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টির সিরিজ খেলবে বাংলাদেশ। ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে প্রথম টেস্ট।

বিভি/এজেড

মন্তব্য করুন: