• NEWS PORTAL

  • সোমবার, ০৭ অক্টোবর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ইসরায়েলকে হারিয়ে গ্রুপে শীর্ষস্থান শক্ত করেছে ইতালি

প্রকাশিত: ১৩:০৬, ১০ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ
ইসরায়েলকে হারিয়ে গ্রুপে শীর্ষস্থান শক্ত করেছে ইতালি

ফ্রান্সের পর ইসরায়েলকেও হারিয়ে নেশন্স লিগে গ্রুপ শীর্ষস্থান শক্ত করেছে ইতালি। সোমবার ইসরায়েলের মাঠে জয় তাদের ২-১ ব্যবধানে। দুই জয়ে পূর্ণ ৬ পয়েন্টে নিয়ে 'এ' লিগের দুই নম্বর গ্রুপে দুই প্রতিদ্বন্দ্বী ফ্রান্স ও বেলজিয়ামকে তিন পয়েন্ট করে দূরে রেখেছে ইতালি।

তিন দিন আগে ফ্রান্সের মাঠে স্মরণীয় জয় পাওয়া ইতালি এদিন ইসরায়েলের মাঠে শুরুতে কিছুটা এলোমেলো ছিলো। তবে দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে প্রথম আধা ঘণ্টায় গোলের জন্য তিনটি লক্ষ্যভ্রষ্ট শট নেয় অতিথি দল। 

অবশ্য ৩৮ মিনিটে লক্ষ্যে প্রথম শট নিয়েই গোল পেয়ে যায় ইতালি। ডি-বক্সের মধ্যে থেকে গোলটি করেন দাভেদি ফ্রাত্তেসি। গত শুক্রবার ফ্রান্সের বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে ৩-১ ব্যবধানে জেতা ম্যাচে দলের দ্বিতীয় গোলটি করেছিলেন ইন্টার মিলানের এই মিডফিল্ডার। পরের মিনিটেই ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পায় ইতালি। 

তবে জিয়াকোমো রাসপাদোরির প্রচেষ্টা রুখে দেন ইসরায়েলের গোলরক্ষক। প্রথমার্ধে গোলের উদ্দেশ্যে একটিমাত্র শট নেয় স্বাগতিকরা। তবে লক্ষ্যে থাকেনি সেটি। ৬২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মোইজে কিন। রাসপাদোরির শট গোলরক্ষক ঠেকিয়ে দেওয়ার পর ফিরতি বল জালে পাঠান ফিয়োরেন্তিনার ফরোয়ার্ড। নির্ধারিত সময়ের শেষ মিনিটে ইসরায়েলের মোহাম্মদ আবু ফানি ব্যবধান কমালেও ম্যাচে ফেরার জন্য তা যথেষ্ট ছিলো না।  

বিভি/এজেড

মন্তব্য করুন: