• NEWS PORTAL

  • শুক্রবার, ১৩ জুন ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বন্ধ দ্বিতীয় সেশনের খেলা, ভারতীয়দের হামলায় হাসপাতালে টাইগার রবি

প্রকাশিত: ১৪:৫২, ২৭ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ
বন্ধ দ্বিতীয় সেশনের খেলা, ভারতীয়দের হামলায় হাসপাতালে টাইগার রবি

কানপুরে সিরিজের দ্বিতীয় টেস্টে ভারতের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচে এখন পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ১০৭ রান তুলেছে টাইগাররা। এরই মধ্যে আলোর স্বল্পতার কারণে আপাতত বন্ধ রয়েছে দ্বিতীয় সেশনের খেলা। এখন পর্যন্ত কিছুটা স্বস্তিই বিরাজ করতে পারে বাংলাদেশ শিবিরে। তবে বাংলাদেশ দলের সমর্থক রবির জন্য সময়টা ছিল অস্বস্তির।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) কানপুরে ম্যাচ চলাকালীন ভারতীয় দর্শকদের সঙ্গে হাতাহাতির ঘটনায় আহত হন বাংলাদেশি সমর্থক রবি। পরে নিরাপত্তাকর্মীরা তাকে নিরাপদ স্থানে নিয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাথমিক চিকিৎসা দিতে হাসপাতালে নেওয়া হয়েছে তাকে।

মধ্যাহ্নভোজ বিরতির সময় বৃষ্টি নামতে শুরু করলে গ্যালারির ভেতরের দিকে চলে যান বাংলাদেশের এ সমর্থক। তখন স্থানীয় কিছু সমর্থকের সঙ্গে কথা কাটাকাটি হয় তার। পরে হাতাহাতিও জড়িয়ে পড়ে দুই পক্ষ। এতে আহত হন বাংলাদেশি সেই সমর্থক। পরে পুলিশের সহযোগিতায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় তাকে।

আহত অবস্থায় পুলিশকে তার উপর ভারতীয় দর্শকদের হামলার কথা জানান রবি। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতেও চেন্নাইয়ে বসে খেলা দেখেছিলেন রবি। তবে সেই ম্যাচেও ভারতীয় দর্শকদের দ্বারা বাজে কথা শুনতে হয়েছিল তাকে।

বিভি/এসি/টিটি

মন্তব্য করুন: