• NEWS PORTAL

  • সোমবার, ১১ নভেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

চ্যাম্পিয়ন্স লিগে অঘটনের রাত, রিয়াল ও বায়ার্নের হার

প্রকাশিত: ১৪:৩৪, ৩ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
চ্যাম্পিয়ন্স লিগে অঘটনের রাত, রিয়াল ও বায়ার্নের হার

নতুন আঙ্গিকের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচেই হারের তেতো স্বাদ নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ও ছয়বারের শিরোপাজয়ী বায়ার্ন মিউনিখ। বুধবার রিয়ালকে ১-০ গোলে ফরাসি ক্লাব লিল, বায়ার্নকে একই ব্যবধানে ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা হারিয়ে দেয়

লিলের মাঠে বল দখল ও আক্রমণে আধিপত্য নিলেও ফিনিশিংয়ে সুবিধা করতে পারছিলো না রিয়াল। সে সুযোগে প্রথমার্ধের যোগ করা সময়ে এগিয়ে যায় ফরাসি ক্লাবটি। পেনাল্টি থেকে গোল করেন জোনাথন ডেভিড। ডি-বক্সে রিয়াল ডিফেন্ডার এদুয়ার্দো কামাভিঙ্গার হাতে বল লেগেছিলো। দ্বিতীয়ার্ধে মিলিতাওয়ের জায়গায় এমবাপ্পে ও এন্দ্রিকের পরিবর্তে লুকা মদ্রিসকে নামিয়েও হার এড়াতে পারেনি রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নরা। 

২০২৩ সালের মে মাসের পর চ্যাম্পিয়ন্স লিগে প্রথম হারলো রিয়াল। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৬ ম্যাচে থামলো তাদের অপরাজেয় যাত্রা। প্রথম ম্যাচে রিয়াল ৩-১'এ স্টুটগার্টকে, স্পোর্টিং লিসবন ২-০'তে লিলকে হারায়। অ্যাস্টন ভিলার মাঠে বায়ার্ন ৭৯ মিনিটে গোল হজম করে তা আর শোধ দিতে পারেনি। ভিলার গোলদাতা বদলি নামা জন দুরান। 

১৯৮২ সালে ইউরোপিয়ান কাপ ফাইনালের পর বায়ার্নের বিপক্ষে প্রথম জয় পেলো ইংলিশ ক্লাবটি। প্রথম ম্যাচে ভিলা ৩-০ গোলে ইয়াং বয়েজকে, বায়ার্ন ৯-২ গোলে দিনামো জাগ্রেবকে উড়িয়ে দেয়।  

বিভি/এজেড

মন্তব্য করুন: