• NEWS PORTAL

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

ফিফা র‌্যাঙ্কিংয়ে উন্নতি বাংলাদেশের, শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল কোথায়?

প্রকাশিত: ১৭:৫৩, ২৬ অক্টোবর ২০২৪

আপডেট: ১২:১০, ২৮ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
ফিফা র‌্যাঙ্কিংয়ে উন্নতি বাংলাদেশের, শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল কোথায়?

ফিফা র‌্যাংকিংয়ে এক ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশ  জাতীয় ফুটবল দলের। গতরাতে র‌্যাংকিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে ফিফা। গত সেপ্টেম্বরের পর কোন ম্যাচ খেলেনি বাংলাদেশ। ম্যাচ না খেলেই এক ধাপ উন্নতি হয়েছে তাদের। ৮৯৬ দশমিক ৭১ পয়েন্ট নিয়ে ১৮৫তমস্থানে আছে বাংলাদেশ।   

৫ ও ৮ সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে দু’টি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে ১-০ গোলে জিতলেও, পরের ম্যাচে একই ব্যবধানে হেরে যায় তারা।

ঐ দুই ম্যাচের পর দুই ধাপ পিছিয়ে ১৮৬তম স্থানে নেমে গিয়েছিলো বাংলাদেশ। দেড় মাস পর ফিফা হালনাগাদ র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে লাল-সবুজ জার্সিধারীদের।

র‌্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয়স্থানে আছে ফ্রান্স। তৃতীয়স্থানে আছে স্পেন। চতুর্থ ও পঞ্চমস্থানে আছে যথঠক্রমে- ইংল্যান্ড ব্রাজিল।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2