• NEWS PORTAL

  • শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আফগানিস্তানের সাথে ওয়ানডে সিরিজ শুরু আজ

প্রকাশিত: ১০:০৯, ৬ নভেম্বর ২০২৪

আপডেট: ১০:১২, ৬ নভেম্বর ২০২৪

ফন্ট সাইজ
আফগানিস্তানের সাথে ওয়ানডে সিরিজ শুরু আজ

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আজ বুধবার (৬ নভেম্বর)। সংযুক্ত আরব আমিরাতের শারজায় বাংলাদেশ সময় বিকাল চারটায় মাঠে গড়াবে দিবা-রাত্রির প্রথম ওয়ানডে ম্যাচটি। সিরিজে তিনটি ওয়ানডে খেলবে দুই দেশ।

আফগানিস্তানের বিপক্ষে ১৬টি ওয়ানডে খেলে ১০টিতেই জিতেছে বাংলাদেশ। হেরেছে ছয় ম্যাচে। ২০২৩ বিশ্বকাপে দু'দেশের সবশেষ ওয়ানডেতেও জয় পেয়েছে টাইগাররা। কিন্তু গত বছর দেশের মাটিতে বিশ্বকাপ প্রস্তুতি সিরিজে আফগানদের কাছেই ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এ বছর মাত্র তিনটি ওয়ানডে খেলেছে শান্তরা। শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ হোম সিরিজে ২-১ এ জিতেছে।

অন্যদিকে, আফগানিস্তান এ বছর আটটি ওয়ানডে খেলে চারটিতে জিতে অন্য চার ম্যাচে হেরেছে। আয়ারল্যান্ডের বিপক্ষে ২-০'তে সিরিজ জিতলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শারজায় ২-১'এ এবং শ্রীলংকার মাটিতে ৩-০'তে হেরেছে। তবে এই আটটি ওয়ানডের মধ্যে পাঁচটি ম্যাচই তারা খেলেছে শারজায়। ফলে শারজায় বাংলাদেশের বিপক্ষে পরিচিত কন্ডিশনেই খেলবে তারা। যা আফগানদের বাড়তি সুবিধা এনে দেবে।

তাছাড়া, দল হিসেবেও এখন অনেক শক্তিশালী আফগানিস্তান। আক্রমনাত্মক ব্যাটিং লাইনআপের সাথে ফজল হক ফারুকির মত ফাস্ট বোলার এবং রশিদ খান, নুর আহমেদ ও মোহাম্মদ নবীর মত স্পিনার নিয়ে বেশ ব্যালান্সড দল আফগানরা। তাই এই সিরিজে টাইগারদের ভালো করতে হলে ব্যাটিং সহ সব বিভাগেই জ্বলে উঠতে হবে। 

বিভি/এমআর

মন্তব্য করুন: