• NEWS PORTAL

  • সোমবার, ১২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পেশাদার ফুটবলকে বিদায় দিলেন পর্তুগালের ন্যানি

প্রকাশিত: ১১:৩৬, ৯ ডিসেম্বর ২০২৪

ফন্ট সাইজ
পেশাদার ফুটবলকে বিদায় দিলেন পর্তুগালের ন্যানি

অবশেষে পেশাদার ফুটবলকে বিদায় বলে দিলেন ন্যানি। ৩৮ বছর বয়সী পর্তুগালের সাবেক এই তারকা উইঙ্গার রবিবার (৮ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতি দিয়ে অবসরের ঘোষণা দেন। 

পর্তুগালের ক্লাব স্পোর্তিং সিপিতে ২০০৫ সালে ফুটবল ক্যারিয়ার শুরু করা ন্যানির তারকা খ্যাতি মেলে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার পর। ২০০৭ সালে ম্যানইউর সাবেক লিজেন্ডারি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন তাকে ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটিতে আনেন। ইংলিশ ক্লাবটিতে ২০১৫ সাল পর্যন্ত থাকেন পর্তুগিজ উইঙ্গার। ৮ বছরে ম্যানইউর হয়ে ৪টি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতেন ন্যানি।

এরপর তুরস্ক, স্পেন ও যুক্তরাষ্ট্রের ফুটবলে পা রেখে এ বছর দেশের ক্লাব এস্ত্রেলা দা আমাদোরার সঙ্গে চুক্তি করেন। রবিবার ওই ক্লাব থেকেই পেশাদার ফুটবল ছাড়ার ঘোষণা দিলেন ৩৮ বছরের পর্তুগিজ তারকা।

১৯ বছরের লম্বা ক্যারিয়ারে ১০টি ক্লাবে খেলেছেন ন্যানি। ৬২০ ক্যারিয়ার ম্যাচে ১৩০ গোল করেছেন। ২০১৬ সালে পর্তুগালের একমাত্র ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ বিজয়ী দলের সদস্যও ছিলেন।

অবসরের ঘোষণায় ন্যানি জানান, পেশাদার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলে সিদ্ধান্ত গ্রহণে সময় নিয়েছেন। দায়িত্ব পরিপূর্ণ হয়েছে ভেবেই সেটা করেছেন। তার বিশ্বাস, এটা দারুণ এক ক্যারিয়ার ছিল যেটা অনেক অর্জনে পূর্ণতা পেয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: