• NEWS PORTAL

  • সোমবার, ০৭ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

মুলতান টেস্টে পাকিস্তানের স্পিনার নোমান আলীর রেকর্ড

প্রকাশিত: ১৪:০৫, ২৫ জানুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
মুলতান টেস্টে পাকিস্তানের স্পিনার নোমান আলীর রেকর্ড

ফাইল ছবি

টেস্টে প্রথম পাকিস্তানি স্পিনার হিসেবে হ্যাটট্রিকের রেকর্ড গড়েছেন নোমান আলী। শনিবার (২৪ জানুয়ারি) মুলতানে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টেস্টে প্রথম দিনের সকালে এ রেকর্ড গড়েন তিনি। টেস্টে পাকিস্তানি বোলারদের মধ্যে এটি ষষ্ঠ হ্যাটট্রিক। 

ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের একাদশ ওভারের প্রথম বলে জাস্টিন গ্রিভসকে বাবর আজমের ক্যাচ বানিয়ে পরের বলে তেভিন ইমলাচকে এলবিডব্লিউতে আউট করেন বাঁ-হাতি স্পিনার নোমান। তৃতীয় বলে কেভিন সিনক্লেয়ারকে শর্ট ফরোয়ার্ডে ক্যাচ তুলতে বাধ্য করে টেস্টে প্রথম পাকিস্তানি স্পিনার হিসেবে হ্যাটট্রিকের ইতিহাস গড়েন ৩৮ বছরের নোমান। পাকিস্তানিদের এই রেকর্ডে ষষ্ঠ বোলারের কীর্তি এটি। পেস-নির্ভর পাকিস্তানের মাটিতে স্পিনাররা হ্যাটট্রিকই পেলেন মাত্র তৃতীয়বার।

১৯৭৬ সালে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথমটি করেছিলেন নিউজিল্যান্ডের অফ স্পিনার পিটার প্যাথেরিক। এরপর ২০০৩ সালে বাংলাদেশের লেগ স্পিনার অলক কাপালি দ্বিতীয় কীর্তিটি গড়েন পেশোয়ারের আরবাব নিয়াজ স্টেডিয়ামে। আজকের আগে পাকিস্তানের মাটিতে সর্বশেষ হ্যাটট্রিকের ঘটনা ছিলো ২০২০ সালে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে। বাংলাদেশের বিপক্ষে সেটি করেছিলেন নাসিম শাহ। পাকিস্তানের পেসারদের মধ্যে অন্য চারটি হ্যাটট্রিকের দুইটি ওয়াসিম আকরামের। দুইটিই ১৯৯৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে। লংকানদের বিপক্ষেই ২০০০ সালে আবদুর রাজ্জাক এবং ২০০২ সালে মোহাম্মদ সামি অন্য দুই হ্যাটট্রিকের মালিক। 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2