• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

টানা চতুর্থ জয়ে স্প্যানিশ লা লিগার শীর্ষে বার্সেলোনা

প্রকাশিত: ০৯:৪১, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
টানা চতুর্থ জয়ে স্প্যানিশ লা লিগার শীর্ষে বার্সেলোনা

টানা চতুর্থ জয়ে স্প্যানিশ লা লিগার শীর্ষে উঠেছে বার্সেলোনা। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রায়ো ভায়েকানোকে ১-০ গোলে হারিয়ে প্রায় দুই মাস পর লীগ শীর্ষস্থান ফিরে পেলো কাতালান জায়ান্টরা। ম্যাচের প্রথমার্ধে পেনাল্টি থেকে গোলটি করেন রবের্ত লেভান্দোভস্কি।

এ সপ্তাহে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল ও অ্যাতলেতিকো মাদ্রিদ নিজ নিজ ম্যাচ ড্র করায় বার্সার সুযোগ আসে লীগ শীর্ষে ফেরার। সে লক্ষ্যে মরিয়া হ্যান্সি ফ্লিকের দল অলিম্পিক স্টেডিয়ামে ভায়েকানোকে চেপে ধরে ২৮ মিনিটে এগিয়ে যায়। ভায়েকানোর বক্সে বার্সা ডিফেন্ডার ইনিগো মার্তিনেস ফাউলের শিকার হলে ভিএআরে মনিটর দেখে পেনাল্টির নিদের্শ দেন রেফারি। 

চলতি লীগের সর্বোচ্চ গোলদাতা লেভান্দোভস্কি সফল স্পট কিক নিয়ে ২৩ ম্যাচে তার গোল সংখ্যা নিয়ে যান ২০-এ। ৩১ মিনিটে লামিনে ইয়ামালের শট ফিরিয়ে ব্যবধান বাড়তে দেননি ভায়েকানোর গোলরক্ষক। ৩৭ মিনিটে বার্সার গোলরক্ষকও ডাবল সেভে জাল অক্ষত রাখেন। ৪৩ মিনিটে বার্সার জালে বল পাঠিয়ে গোলের উৎসব করতে পারেননি ফ্রুতোস। মার্তিনেসকে বাধা দিয়েছিলেন ভায়েকানোর এনতেকা। 

দ্বিতীয়ার্ধে লেভান্দোভস্কি ও ইয়ামালের পর রাফিনিয়া ডাবল সুযোগ নষ্ট করায় জয়ের ব্যবধান আর বাড়েনি। ২৪ খেলায় রিয়ালের সমান ৫১ পয়েন্ট নিয়ে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকা বার্সা লীগ শীর্ষে উঠলো। ৫০ পয়েন্টে তিনে নেমেছে অ্যাতলেতিকো।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2