বাংলাদেশের প্রস্তুতির জন্য ঢাকায় আসছে নেদারল্যান্ডস!

বাংলাদেশ ও নেদারল্যান্ডসের অধিনায়ক। ফাইল ছবি
৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ টি-টোয়েন্টি। শ্রীলংকা, পাকিস্তান সিরিজ জয়ে এশিয়া কাপে ভালো করা'কে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছে বাংলাদেশ। তবে এই টুর্নামেন্টের প্রস্তুতিকে আরো অর্থবহ করে তুলতে চায় টাইগাররা। সেজন্য লিটন দাসদের চাই আরো বেশী প্রস্তুতি ম্যাচ। তবে ভারত না আসায় এখন নেদারল্যান্ডস এর বিপক্ষে খেলেই ফিটনেস ধরে রাখতে হবে বাংলাদেশ দলকে। ১৪ আগস্ট তিন ম্যাচ টি-টোয়েন্টি খেলতে ঢাকায় আসছে ডাচ ক্রিকেট দল।
আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিলো ভারতের। কিন্তু পিছিয়ে গেছে সেই সিরিজ। আপাতত কোন খেলা না থাকায় পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে ছুটির মেজাজে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। তাসকিন ব্যস্ত শো'রুম উদ্বোধনে। তানজিম সাকিব শহর ছেড়ে দুরে প্রকৃতির কোলে। লিটন দাস বিবাহ বার্ষিকী পালন করছেন বিদেশে। কেউ কেউ ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন করছেন। তবে বেশিরভাগ ক্রিকেটারই সময় কাটাচ্ছেন নিজ নিজ পরিবারের সাথে।
আগামী ৯ সেপ্টেম্বরে এশিয়া কাপ। টি-টোয়েন্টি ফরম্যাটের টুর্নামেন্টটি হবে মরুর দেশ আরব আমিরাতে। বি গ্রুপে খেলবে বাংলাদেশ। ক্রিকেটারদের ফিটনেস ধরে রাখা ও এশিয়া কাপের প্রস্তুতির জন্য আগস্টে প্রীতি ম্যাচের প্রয়োজন অনুভব করেছিলেন টাইগার ক্যাপ্টেন লিটন দাস। আগস্টের প্রথম সপ্তাহে শুরু হবে বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প। অনুশীলনের ফাঁকে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের চেষ্টা করতে থাকে বিসিবি। আমন্ত্রন জানায় বিভিন্ন দেশকে। অবশেষে রয়্যাল ডাচ ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে মেলে সবুজ সংকেত।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগ্রহ প্রকাশ করে নেদারল্যান্ডস। দু পক্ষের আলোচনার টেবিলে অপেক্ষা এখন চুড়ান্ত সিদ্ধান্তের। সব কিছু ঠিক থাকলে ১৯ থেকে ২৫ আগস্টের মধ্যে হবে সিরিজটি। ১৪ আগস্ট ঢাকায় পা রাখবে নেদারল্যান্ডস।
শ্রীলংকায় প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জয়ের রেকর্ড গড়ার পর দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে ইতিহাস রচনা করে লিটন দাসের দল। টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে ব্যর্থতার শেকল ভেঙ্গে প্রথমবার জিতে নেয় সিরিজ। উজ্জিবিত টাইগারদের সামনে নতুন চ্যালেঞ্জ ডাচদের বিপক্ষে লড়াই।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৈশ্বিক আসরটির জন্য এশিয়ার দলগুলোর বড় প্রস্তুতির সুযোগ এশিয়া কাপ। এশিয়া কাপে সাফল্য পেলে আত্মবিশ্বাস দৃঢ় হবে বাংলাদেশ দলের। সেজন্য দরকার পর্যাপ্ত প্রস্তুতিও।
এশিয়া কাপে গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। টেবিলের সেরা দুইয়ে থাকতে পারলে মিলবে সুপার ফোরের টিকিট। সেখানে প্রতিটি দল খেলবে তিনটি করে ম্যাচ। এরপর টেবিলের শীর্ষ দুই দল মুখোমুখি হবে শিরোপার লড়াইয়ে।
বিভি/এজেড
মন্তব্য করুন: