ওভালে বাঁচা-মরার লড়াইয়ে গিলরা, প্রথম দিনেই বৃষ্টির হানা

ওভালে চলমান টেস্টের পঞ্চম ম্যাচটা ভারতে কাছে বাঁচা-মরার লড়াইয়। জিততেই হবে। ড্র হলে চলবে না। জিততে না পারলে ইংল্যান্ডের মাঠ থেকে সিরিজ হেরে ফিরতে হবে। কিন্তু, সেই ম্যাচেই বৃষ্টির বাধা। এর জেরে নির্দিষ্ট সময়ে টস করতে পারলেন না শুভমান গিলরা। তবে, কিছু সময় পর টস হারলেন শুভমান গিল। চলতি সিরিজে একবারও টস জিততে পারেননি তিনি। টসে জিতলেও বল করার সিদ্ধান্ত নেয় ইংলিশ ক্যাপ্টেন অলি পোপ।
প্রথম দিনে বৃষ্টি বাধা উপেক্ষা করে ব্যাট করতে নামে ভারত। তৃতীয় সেশনে ভারত ৩ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৯৬ রান। সাই সুদর্শন ৩৪ এবং করুন নায়ার ৩ রানে অপরাজিত রয়েছেন। অন্যদিকে, জয়শোয়ালকে ২ রানে এলবিডব্লিউ করেছেন অ্যাটকিনসন, কেএল রাহুলকে ১৪ রানে বোল্ড করেছেন ক্রিস ওকস্, শুভমান গিলকে ২১ রানে রানআউট করেছেন অ্যাটকিনসন।
এদিকে, ভারতের টিমে আর্শদীপ সিংকে নিয়ে প্রত্যাশা থাকলেও এই সিরিজে তার অভিষেক হল না। ওভালে টস হারের পর শুভমান জানালেন, চারটি বদল করেছেন ভারতীয় দলে। ঋষভ পন্থের পরিবর্তে ধ্রুব জুরেল খেলবেন। শার্দুল ঠাকুরের পরিবর্তে করুণ নায়ার, জশপ্রীত বুমরাহর পরিবর্তে প্রসিদ্ধ কৃষ্ণ এবং অংশুল কম্বোজের পরিবর্তে ভারত টিমে খেলবে আকাশ দীপ।
অন্যদিকে, ম্যাঞ্চেস্টারে ব্যাট করতে গিয়ে চোট পেয়ে পঞ্চম টেস্টে থাকছেন না দুরন্ত পারফর্ম করা বেন স্টোকস। তার পরিবর্তে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন অলি পোপ। এছাড়াও জোফ্রা আর্চার, লিয়াম ডসন এবং ব্রাইডন কার্স বাদ পড়েছেন চতুর্থ টেস্টের দল থেকে। চারজন বদলি হিসাবে ইংল্যান্ডের প্রথম একাদশে এসেছেন জেকব বেথেল, গাস অ্যাটকিনসন, জেমি অভারটন, জশ টাং।
ভারত প্রথম একাদশ: শুভমান গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, করুণ নায়ার, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ।
ইংল্যান্ড প্রথম একাদশ: অলি পোপ (অধিনায়ক), বেন ডাকেট, জ্যাক ক্রলি, জো রুট, হ্যারি ব্রুক, জেকব বেথেল, জেমি স্মিথ, ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, জেমি অভারটন, জশ টাং।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: