• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পাত্তাই পেল না আর্জেন্টিনা, ফেসবুকে চ্যাম্পিয়ন বাংলাদেশ

প্রকাশিত: ১৬:১০, ৪ এপ্রিল ২০২৫

আপডেট: ১৬:১২, ৪ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
পাত্তাই পেল না আর্জেন্টিনা, ফেসবুকে চ্যাম্পিয়ন বাংলাদেশ

ভিন্ন এক বিশ্বকাপে চ্যাম্পিয়ন বাংলাদেশ। তাও ফাইনালে আবার আর্জেন্টিনাকে হারিয়ে। না এটা কোনো ফুটবল বা ক্রিকেট নয়। সামাজিক যোগাযোগ মাধ্যম 'ফেসবুক ফলোয়ার্স কাপ' এ চ্যাম্পিয়ন হচ্ছে বাংলাদেশ। ফুটবলভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট 'ট্রান্সফার মার্কেট' সম্প্রতি আয়োজন করে ফেসবুক ফলোয়ার্স কাপ। 

টুর্নামেন্টের সূচি চূড়ান্ত হওয়ার পর আর্জেন্টিনার ফাইনালে ওঠা অনেকটা নিশ্চিত ছিল। প্রতিটি ধাপে প্রতিপক্ষকে উড়িয়ে ফাইনালে ওঠে দলটি। তবে, ফাইনালে সামনে পায় বাংলাদেশকে। যারা গোটা টুর্নামেন্টে একক আধিপত্য বিস্তার করে জায়গা করে নেয় ফাইনালে। আর সেখানে আজ শুক্রবার (৪ এপ্রিল) আর্জেন্টিনাকে কোনো পাত্তাই দেয়নি বাংলাদেশ।

'ট্রান্সফার মার্কেট' আয়োজিত ফেসবুক ফলোয়ার্স কাপে ৬৪টি দেশ অংশগ্রহণ করে। নকআউট সিস্টেমে টুর্নামেন্টে প্রতিটি ম্যাচে দুই প্রতিপক্ষ মুখোমুখি হয়। যেখানে বিজয়ী নির্ধারিত হয় রিয়্যাকশনের মাধ্যমে। পুরো আসরে বাংলাদেশের প্রতীক ছিল 'লাভ' রিয়্যাকশন।

ফাইনালেও বাংলাদেশের পক্ষে প্রতীক রাখা হয় 'লাভ', আর্জেন্টিনার 'কেয়ার।' ফেসবুকের সেই খেলায় শুরু থেকেই বাংলাদেশি বাংলাদেশি ফেসবুক ব্যবহারকারীর ভোটে এগিয়ে যায় লাল-সবুজ পতাকা। কয়েক ঘণ্টার ব্যবধানেই স্পষ্ট হয় কে জিততে চলেছে। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ফাইনালের পোস্টারে রিয়্যাকশন পড়েছে ৮ লাখ ছাড়িয়ে গেছে।২৪ ঘণ্টা শেষে ফলাফল ঘোষণা হবে। কিন্তু যে পরিমাণ রিয়্যাকশন বাংলাদেশের পক্ষে পড়েছে তার পরিমাণ বিশাল। বাংলাদেশের ভোট ৮ লাখের বেশি। আর্জেন্টিনা পেয়েছে ১৬ হাজার ভোট। চ্যাম্পিয়ন হওয়ার পথে রাউন্ড অব সিক্সটিনে বাংলাদেশ হারায় ব্রাজিলকেও।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2