রেকর্ড মূল্যে মোস্তাফিজকে দলে ভেড়ালো দিল্লি ক্যাপিটালস

ভারত–পাকিস্তান সংঘাতের পর কপাল খুললো মোস্তাফিজুর রহমানের। আইপিএলে নিলাম থেকে কেউ ডাক না পেলেও নতুন ঠিকানা খুঁজে পেয়েছেন এই কাটার মাস্টার। বুধবার (১৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দিল্লি ক্যাপিটালস জানিয়েছে, বাংলাদেশি এই পেসারকে দলে নিয়েছে তারা। এর আগেও ফ্র্যাঞ্চাইজিটির হয়ে আইপিএল খেলেছেন ফিজ।
আইপিএলের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ৬ কোটি রুপিতে মোস্তাফিজকে দলে নিয়েছে দিল্লি। নিলামে তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি।
মোস্তাফিজই এখন বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি টাকায় আইপিএলে ডাক পাওয়া ক্রিকেটার। এর আগে ২০০৯ সালে মাশরাফি বিন মুর্তজাকে ৬ লাখ ডলারে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। সে সময়ের বাজারদরে তা চার কোটি টাকার কাছাকাছি ছিলো।
বিভি/টিটি
মন্তব্য করুন: