• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৬ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ফাইনালিস্ট নির্ধারণে আজ মুখোমুখি বার্সেলোনা ও ইন্টার মিলান 

প্রকাশিত: ১৩:৩৬, ৬ মে ২০২৫

আপডেট: ১৩:৩৮, ৬ মে ২০২৫

ফন্ট সাইজ
ফাইনালিস্ট নির্ধারণে আজ মুখোমুখি বার্সেলোনা ও ইন্টার মিলান 

ফাইল ছবি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ফাইনালিস্ট নির্ধারণ আজ। সেই চ্যালেঞ্জ নিয়ে সান সিরোতে মুখোমুখি হবে বার্সেলোনা ও ইন্টার মিলান। ইন্টারের মাঠে বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে প্রথম সেমিফাইনালের ফিরতি লেগ ম্যাচটি। 

বার্সেলোনার অলিম্পিক স্টেডিয়ামে গত সপ্তাহে দুই দলের প্রথম লেগ লড়াই শেষ হয় ৩-৩ সমতায়। সেমিফাইনালে দ্রুততম গোলের রেকর্ড গড়ে ইন্টারকে ৩০ সেকেন্ডেই এগিয়ে দেন মার্কাস থুরাম। ২১ মিনিটে ডেঞ্জেল ডামফ্রিসের দুর্দান্ত ওভারহেড কিকে ব্যবধান দ্বিগুন করে ইতালির ক্লাবটি। তিন মিনিটের মধ্যে চোখধাঁধানো গোলে বার্সার জার্সিতে শততম ম্যাচ রাঙ্গান লামিনে ইয়ামাল। ৩৮ মিনিটে ফেররান তরেস সমতায় ফেরান কাতালান জায়ান্টদের। 

দ্বিতীয়ার্ধে ডমফ্রিস ইন্টারকে ফের এগিয়ে নিলে দুই মিনিটের মধ্যে আত্মঘাতী গোলে আবার সমতায় ফেরে বার্সা। ছয় গোলেই শেষ হয় রুদ্ধশ্বাস রোমাঞ্চকর লড়াই। সান সিরোতে ফিরতি লেগে লড়াই আরও জমে উঠবে, মনে করছেন দুই দলের খেলোয়াড়রা। সেখানে বার্সার ইয়ামাল-রাফিনিয়া-পেদ্রিদের জবাব দিতে ইন্টারের ডামফ্রিস-আচের্বি-বিসেকরা মুখিয়ে থাকবেন, বলাই যায়। এ ম্যাচে বার্সা কোচ হ্যান্সি ফ্লিক আক্রমণভাগে রবের্ত লেভান্দোভস্কিকে ফিরে পেলেও রক্ষণভাগে মিস করবেন জুল্স কুন্দেকে। চোটের কারণে ইন্টার বস সিমোনে ইনজাঘিও সার্ভিস পাবেন না লাউতারো মার্তিনেস ও বেঞ্জামিন পাভেরের। 
 

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2