বাংলাদেশের জালে গুনে গুনে ১১ গোল দিলো জাপানের নারী দল

ছবি: সংগৃহীত
অ-১৮ এশিয়া কাপ হকিতে বাংলাদেশের নারী দল জাপানের কাছে ১১-০ গোলে হেরেছে। টুর্নামেন্টে এবারই প্রথম অংশগ্রহণ করছে বাংলাদেশ নারী দল। অভিষেক আসরের প্রথম ম্যাচেই বড় ব্যবধানে হারতে হলো নারী দলকে।
চীনের দাজু হকি ট্রেইনিং সেন্টারে শুক্রবার (৪ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৬টায় মাঠে নামে দুই দল। সে ম্যাচে বাংলাদেশের শুরুটা অবশ্য বেশ ভালো হয়েছিল। তবে সময় যত গড়িয়েছে, দল ততই এলোমেলো হয়ে গেছে। চার কোয়ার্টারের প্রথমটিতে এক গোল হজম করেছিল দলটা। পরের পনেরো মিনিটে বাংলাদেশের জালে আরও দুই বার বল জড়ায়। ম্যাচের মাঝপথে বাংলাদেশ পিছিয়ে পড়ে ৩ গোলে।
তবে পরের অর্ধে বাংলাদেশের জালে বল জড়ায় গুণে গুণে ৮ বার। তৃতীয় কোয়ার্টারেও বাংলাদেশ ভালোই খেলেছিল। হজম করেছিল ১ গোল। তবে শেষ কোয়ার্টারে বাংলাদেশ খেই হারিয়ে ফেলে একেবারে। এই সময় হজম করে ৭ গোল।
এই ১১ গোলের ১০টিই এসেছে ফিল্ড গোল থেকে। পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশ হজম করেছিল মোটে ১টি গোল। জাপান তাই মাঠ ছাড়ে ১১-০ গোলের বড় জয় নিয়ে।
নারী দলের দম ফেলার ফুরসত নেই অবশ্য। কালই আবার নামতে হবে মাঠে। উজবেকিস্তানের বিপক্ষে খেলতে হবে কাল। ওদিকে পুরুষ দলও মাঠে নামবে কাল। তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। দুটি ম্যাচই বিকালে। পুরুষ দল ঢাকার সময়ে সময় বিকাল ৩-৩০ মিনিটে এই লড়াইয়ে নামবে। নারী দলের ম্যাচ বিকাল ৩টায়।
বিভি/এসজি
মন্তব্য করুন: