লিটনের নেতৃত্বে সন্ধ্যায় লঙ্কানদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা

ফাইল ছবি
বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আজ। ক্যান্ডির পাল্লেকেল্লেতে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মাঠে গড়াবে তিন ম্যাচ সিরিজের প্রথমটি। সফরে লঙ্কানদের কাছে টেস্টের পর ওয়ানডে সিরিজও হেরেছে টাইগাররা।
শ্রীলঙ্কা সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০’তে হেরেছে বাংলাদেশ। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও হার হয়েছে টাইগারদের ২-১ ব্যবধানে। দুই দেশ এবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি। গত কয়েক মাস ধরেই বাংলাদেশ ক্রিকেট দলের পারফরম্যান্স নিম্নমুখী। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে পারফরম্যান্সে বলার মত উন্নতি চোখে পড়ছে না। মাঝে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে কিছুটা ভালো খেললেও দ্বিতীয় টেস্টে সীমাহীন ব্যাটিং ব্যর্থতায় ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
টি-টোয়েন্টি সিরিজে গত মে মাসে আমিরাতের বিপক্ষে ২-১’এ হারের পর পাকিস্তানের কাছে ৩-০’তে হোয়াইওয়াশ হয় টাইগাররা। এই ভার্সনে এ পর্যন্ত ১৮৮ ম্যাচ খেলে ৭২ জয়ের বিপরীতে হার তাদের ১১২টিতে। শ্রীলঙ্কার বিপক্ষে ১৭ ম্যাচের ছয়টি জিতে হেরেছে ১১টিতে।
টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিবেন লিটন দাস। পারফরম্যান্সের ধারাবাহিকতা না থাকায় প্রথম ওয়ানডে খেলার পর দল থকে বাদ পড়েছিলেন এই টপ অর্ডার ব্যাটসম্যান। ১৬ সদস্যের দলে ব্যাটসম্যান নাইম শেখ, দুই অলরাউন্ডার সাইফউদ্দিন ও মাহেদী হাসান এবং স্পিনার নাসুম আহমেদকে রাখা হলেও নেই নাজমুল শান্ত ও ফাস্ট বোলার নাহিদ রানা।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: