• NEWS PORTAL

  • বুধবার, ১৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, ১৪ মাস পর একাদশে সাইফউদ্দিন

প্রকাশিত: ১৯:৩৮, ১০ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, ১৪ মাস পর একাদশে সাইফউদ্দিন

টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর এবার টি-টোয়েন্টি সিরিজের পরীক্ষা। পাল্লেকেলেতে বৃহস্পতিবার (১০ জুলাই) শুরু হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। সিরিজ শুরুর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা। 

প্রথম ম্যাচের জন্য বাংলাদেশ ঘোষণা করেছে শক্তিশালী একাদশ, যেখানে রয়েছে অভিজ্ঞতা আর তারুণ্যের দারুণ সমন্বয়। ১৪ মাস পর টি-টোয়েন্টি একাদশে রয়েছেন অলরাউন্ডার সাইফউদ্দীন। বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস। 

শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ খুব বেশি সফল নয়। তবে এবারের দলটিতে তরুণদের দাপট, অভিজ্ঞদের দৃঢ়তা আর নতুন উদ্যমে ভর করে ভক্তরা ভালো কিছুর প্রত্যাশা করতেই পারে। প্রথম ম্যাচে জয় নিয়ে সিরিজে এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামছে লিটনরা।

বাংলাদেশের একাদশ: লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তানজিদ হাসান, মোহাম্মদ নাঈম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন ও তানজিম হাসান সাকিব।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2