ফুটবল উন্মাদনা বাড়লেও ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনতি

গত মাসেই চোখে পড়েছিল দেশের ফুটবলের নবউন্মাদনা। কিন্তু সেই উন্মাদনার চিহ্ন থাকলো না ফিফার হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে। বৃহস্পতিবার (১০ জুলাই) ফিফা প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়েছে জামাল ভূঁইয়ারা। ১৮৩ থেকে নেমে এসেছে ১৮৪-তে।
জুন মাসে অনুষ্ঠিত দুটি ম্যাচের মিশ্র ফলই অবনতির মূল কারণ। প্রথম ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারিয়ে ভালো শুরু করলেও, ঘরের মাঠে এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-২ ব্যবধানে হারে কাবরেরার শিষ্যরা।
বিশ্ব র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় স্থানে স্পেন, এরপর ফ্রান্স, ইংল্যান্ড ও ব্রাজিল। উয়েফা নেশন্স কাপ জয়ের সুবাদে এক ধাপ এগিয়ে ছয়ে উঠে এসেছে পর্তুগাল। নেদারল্যান্ডস নেমে গেছে সাত নম্বরে। বেলজিয়াম আছে আগের মতোই আটে। জার্মানি ও ক্রোয়েশিয়া এক ধাপ করে এগিয়ে যথাক্রমে নয় ও দশে অবস্থান করছে।
দীর্ঘদিন ধরে উন্নতির জন্য সংগ্রাম করে আসা বাংলাদেশি ফুটবল দলের জন্য এই র্যাঙ্কিং নতুন করে আত্মবিশ্বাসের ঘাটতি তৈরি করতে পারে। তবে সামনে আরও ম্যাচ ও সম্ভাবনা রয়েছে। এ বছর এশিয়ান কাপ বাছাইয়ের এখনো চারটি ম্যাচ রয়েছে। সেগুলোতে ভালো করতে পারলে উন্নতি হবে।
বিভি/এজেড
মন্তব্য করুন: