• NEWS PORTAL

  • বুধবার, ১৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

প্রথম বাংলাদেশি হিসেবে লর্ডস টেস্টে আম্পায়ারিংয়ে সৈকত

প্রকাশিত: ২১:০৫, ১০ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
প্রথম বাংলাদেশি হিসেবে লর্ডস টেস্টে আম্পায়ারিংয়ে সৈকত

শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত

এজবাস্টন টেস্টে দায়িত্ব পালন করে বেশ প্রশংসা কুড়িয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। তারই ধারাবাহিকতায় এবার ক্রিকেটের মক্কা লর্ডসেও আম্পায়ার হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন তিনি। প্রথম বাংলাদেশি হিসেবে এই দায়িত্ব পালন করছেন তিনি।

এর আগেও ভারতের ম্যাচে আম্পায়ারিং করে আলোচনায় এসেছিলেন সৈকত। গত ডিসেম্বরে ভারতের অস্ট্রেলিয়া সফরের মেলবোর্ন টেস্টে চতুর্থ আম্পায়ার হিসেবে তার একটি সিদ্ধান্ত বিতর্কের জন্ম দিয়েছিল। সেই ম্যাচে যশস্বী জয়সওয়ালকে স্নিকোমিটারে কোনো স্পাইক না থাকা সত্ত্বেও শুধু ভিডিও ফুটেজের ভিত্তিতে আউটের সিদ্ধান্ত দিয়েছিলেন সৈকত, যা নিয়ে তখন তুমুল আলোচনা-সমালোচনা হয়েছিল।

তবে, এজবাস্টন টেস্টে তার আম্পায়ারিং দক্ষতা ছিল চোখে পড়ার মতো। সেই ম্যাচেও জয়সওয়ালের একটি এলবিডব্লিউ সিদ্ধান্ত নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। দ্বিতীয় ইনিংসে জয়সওয়ালের আউটের পর ভারত রিভিউ নেয়। ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস দাবি করেন, রিভিউ নেওয়ার ১৫ সেকেন্ডের সময়সীমা শেষ হওয়ার পর আবেদন করা হয়েছে। এমন পরিস্থিতিতে সৈকত অন্য আম্পায়ার ক্রিস গ্যাফানির সঙ্গে আলোচনা করে রিভিউ মঞ্জুর করেন। সেই রিভিউয়েই নিশ্চিত হয় যে জয়সওয়াল আউট ছিলেন, যা সৈকতের সিদ্ধান্তের সঠিকতা প্রমাণ করে।

পুরো এজবাস্টন টেস্ট জুড়েই সৈকতের আম্পায়ারিং ছিল প্রায় নিখুঁত। ম্যাচ চলাকালীন দুই দল মিলে তার দেওয়া ১০টি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েছিল, কিন্তু চার ইনিংসে মাত্র দুটি সিদ্ধান্ত বদলাতে হয়েছিল।

সৈকতের এমন ধারাবাহিক ও নির্ভুল আম্পায়ারিংয়ের ভূয়সী প্রশংসা করেছেন প্রখ্যাত ক্রিকেট ধারাভাষ্যকার হারশা ভোগলে। ম্যাচ শেষে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘এই ম্যাচে আম্পায়ারিং অসাধারণ হয়েছে। ক্রিস গ্যাফানির কাছ থেকে এমন মান আশা করা যায়, কিন্তু শরফুদ্দৌলা সৈকত দুর্দান্ত পারফর্ম করেছেন।’

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2